ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের কার্যক্রম দ্রুত চালু ও হেফাজতের দায়ী শীর্ষ নেতাদের বিচার দাবিতে শনিবার মানববন্ধন বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, জুন ৩, ২০২১ নিজস্ব প্রতিবেদক : হেফাজতের তান্ডবে ধ্বংসপ্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের কার্যক্রম দ্রুত চালু এবং তান্ডবের মূলহোতা জেলা হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দসহ জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী শনিবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন চত্ত্বরে সন্ত্রাস প্রতিরোধ মঞ্চ ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে মানববন্ধন কর্মসূচি পালন হবে। এ উপলক্ষ্যে গতকাল বুধবার বিকেলে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্ত্বরে এক পরামর্শ সভা সাংবাদিক আবদুন নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পরামর্শ সভায় আহুত মানববন্ধনকে সফল করার লক্ষ্যে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাসদ সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন সাঈদ, জেলা ওয়াকার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট কাজী মাসুদ আহমেদ, সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, জেলা ছাত্রমৈত্রীর প্রতিষ্ঠাতা সভাপতি প্রদোৎ নাগ, জেলা তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ নাসির, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অসীম বর্দ্ধন, জেলা বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক জিয়া কারদার নিয়ন, জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা জোটের আহবায়ক সিদ্দিক আহমেদ নাসির, জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক ফিরোজ পাটোয়ারী, অনুশীলন সংস্কৃতি কেন্দ্রের আবুল খায়ের, জেলা ছাত্রমৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসির, সাধারণ সম্পাদক সানিউর রহমান প্রমুখ।সভা থেকে আহুত মানববন্ধনে দলমত নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়। Related posts:প্রশান্তি সমাজ কল্যান সংঘের উদ্যোগে মাদক ও বাল্য বিবাহ রোধে সমাবেশ অনুষ্টিতকুতুব উদ্দিন চৌধুরী সেলিমের মৃত্যুতে জহিরুল ইসলাম ভুইয়ার শোকপ্রকাশরাজনীতির রহস্যপুরুষসিরাজুল আলম খানের ৮১তম জন্মদিন Post Views: ২৯৬ SHARES গণমাধ্যম বিষয়: