দৈনিক খবরপত্র সহ অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের গাজিউর রহমান মেম্বারের প্রতিবাদ

প্রকাশিত: ৮:২৪ পূর্বাহ্ণ, মে ২৭, ২০২১

নিউজ ডেস্ক : প্রকাশিত সংবাদের প্রতিবাদ আমি মোঃ গাজীউর রহমান বিজয়নগর উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার। আমাকে জড়িয়ে গত ২৪/৫/২০২১ তারিখে দৈনিক খবরপত্র সহ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে “বিজয়নগরে ইউএনও এর নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগ”শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছ।

প্রকাশিত উক্ত সংবাদটি মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে একটি চক্র উদ্দেশ্য মূলক ভাবে এ সংবাদ প্রকাশ করছে। মুলতঃ গত ৩০/৪/২০২১ তারিখ রোজ শুক্রবার রাত ১০.৪৭ মিনিটে আমার ব্যবহৃত মোবাইল নম্বরে উল্লেখিত ০১৬১০-৪৭৩৩১৪ এই নম্বর থেকে ফোন আসে আমি উক্ত ফোন রিসিভ করতেই আমি গাজী মেম্বার কিনা জিজ্ঞাসা করেন। আমি হাঁ বললে তিনি নিজেকে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচয়ে জানতে চান, আমার এলাকায় কোন বেকারি আছে কিনা? আমি হাঁ বললে তিনি বেকারির নাম ও আয়তন জানতে চান উত্তরে আমি বলি তাজমহল বেকারি আয়তন মাঝারী। এরপর তিনি আমাকে উক্ত বেকারির মালিকের সঙ্গে কথা বলিয়ে দিতে বলেন তখন আমি বেকারির সামনে গিয়ে মালিকের ভাইকে পেয়ে কথিত ইউএনও এর সাথে কথা বলিয়ে দিলে তারা তাদের মোবাইল নম্বর আদান-প্রদান করেন। এরপর আমি আমার বাড়িতে চলে যাই। পরের দিন আমি লোকমুখে শুনতে পাই ইউএনও এর পরিচয় দিয়ে আমি নাকি বেকারির মালিকের নিকট ৫০০০০ টাকা চাঁদা দাবি করি। যা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।