আশুগঞ্জে ট্রাক সেতুর রেলিং ভেঙে খালে, শ্রমিকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, মে ২২, ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে লবণ বুঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে খালে পড়ে দুলাল মিয়া (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুরে এই ঘটনা ঘটে।

নিহত দুলাল মিয়া শেরপুর জেলার শ্রীবরদি উপজেলার টাংঘর পাড়ার মৃত সেরু মিয়ার ছেলে। তিনি আশুগঞ্জ-আখাউড়া চারলেন সড়কের শ্রমিক হিসেবে কাজ করছিলেন। এছাড়াও এই ঘটনায় ট্রাকের চালক গুরুতর আহত হয়েছেন। তবে তার নাম-পরিচয়

তাৎক্ষণিক জানা যায়নি।ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, বিকেলে ঢাকা থেকে সিলেট অভিমুখী একটি মালবাহী ট্রাক যাচ্ছিল। ট্রাকটিতে একটি কোম্পানির লবণ বুঝাই করা ছিল। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে আশুগঞ্জের সোনারামপুরে সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায়। পরে দমকল বাহিনীর সদস্যরা এসে ট্রাকটি উল্টালে নিচে চাপা পড়া একজনের মরদেহ পাওয়া যায়। এছাড়া এই ঘটনায় ট্রাক চালককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে খালের পানি শুকিয়ে যাওয়ায় ট্রাকের মালামাল অক্ষত আছে।