সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে বিজয়নগরে মানববন্ধন ও প্রতিবাদ বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, মে ২০, ২০২১ বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া )প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় ” প্রেসক্লাব বিজয়নগর ” এর উদ্যোগে আজ বৃহষ্পতিবার সকালে প্রেসক্লাব প্রাঙ্গণে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা করে গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে । সকাল ১১ টায় ঘন্টা ব্যাপী মানব বন্ধন শেষে প্রতিবাদ সভায় প্রেসক্লাব বিজয়নগরের সহ – সভাপতি শামছুল ইসলাম লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মো: জিয়াদুল হক (বাবু ), দৈনিক ফ্রন্টিয়ার সম্পাদক ওমর খান , এশিয়ান টিভির প্রতিনিধি সারুয়ার হাজারী( পলাশ), সোনার বাংলার সম্পাদক মিলন মিয়া , দৈনিক নবচেতনার কাজী মো শরিফ উদ্দিন , নিউ নেশনের শফিকুর রহমান ,আমাদের অর্থনিতির অপূর্ব দেব ,দৈনিক জনতার শাহিন চৌধুরী , কুরুলিয়য়ার প্রতিনিধি জুয়েল ভূইঁয়া । সভায় বক্তারা অভিলম্বে রোজিনা ইসলামকে মুক্তি দিতে এবং সাংবাদিক নির্যাতন বন্ধের দাবী জানান । Related posts:একজন শহীদ-কন্যার বাবার স্মৃতিশতবর্ষী আওয়ামী লীগ নেতাকে গণভবনে ডেকে নিলেন প্রধানমন্ত্রীব্রাহ্মণবাড়িয়ায় একদিনে ১৮জনের করোনা সনাক্ত Post Views: ২৫৬ SHARES আইন-আদালত বিষয়: