ঢাকা- সিলেট মহাসড়কে প্রাইভেটকার দুর্ঘটনায় ৩ জন নিহত।

প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, মে ২০, ২০২১


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ঢাকা- সিলেট মহাসড়কে প্রাইভেটকার দুর্ঘটনায় ৩ জন নিহত।

বৃহস্পতিবার ২০ মে ২০২১ ইং উপজেলার বুধন্তী ইউনিয়নের গাছতলা নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে সকাল ৬.১৫ মিনিটে প্রাইভেটকার নং ঢাকা মেট্রো-গ-২৯-৪২৮৮ দুর্ঘটনায় পতিত হয়, প্রাইভেটকারে মোট লোক সংখ্যা ছিল মোট ৭ জন, এর মধ্যে ঘটনা স্থলেই ২ জন মারা যায়, এলাকার জনসাধারণ আহতদের উদ্ধার করে পার্শ¦বর্তী হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে আরো একজন মারা যায়,এতে মোট নিহতের পরিমান ৩ জন।

তাতক্ষনিক নিহতের পরিচয় জানা যায়নি, তবে নিহতের মধ্যে ২ জন পুরুষ ও ১ জন মহিলা, ড্রাইভারের গলায় ফিতা সম্বলিত প্রেসের কার্ড ছিল তাতে লিখা ছিল, বর্তমান টেলিভিশন অফিসিয়াল ড্রাইভার মো: বিল্লাল হোসেন । আহতরা হলেন, ১/ নয়ন (৩০) পিতা,ইদু মিয়া,গ্রাম- উমেদ নগর,হবিগঞ্জ, ২/জুলহাস (২৮) পিতা, পিতা,ইদু মিয়া,গ্রাম- উমেদ নগর,হবিগঞ্জ, ৩/ সুমি (১৮), পিতা, ফরিদ মিয়া,গ্রাম বিতলং থানা আজমীরিগঞ্জ, ৪/ শিরিন গ্রাম বিতলং থানা আজমীরিগঞ্জ, ৫/ নাভা (১২) মাতা, শিরিন গ্রাম বিতলং থানা আজমীরিগঞ্জ উভয় জেলা হবিগঞ্জ।

এলাকার জনসাধারণ ও খাটিহাতা হাইওয়ে থনার এস আই আবু কাউছার সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের পার্কিং স্থানে মালবাহী ট্রাক নং. ঢাকা মেট্রো, ট-২২- ৮৭৭৯ দাড়ানো ছিল, ঢাকা থেকে সিলেট যাওয়ার উদ্দেশ্যে অতি দ্রæত গতির প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে এসে সজেরে ধাক্কা লাগে এতে ৭ জন জনের মধ্যে সামনের সিটে বসা লোক সহ ড্রাইভার মারা যায়, ট্রাকের পেছনে প্রাইভেটকার আটকে থাকে, খবর পেয়ে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন এসে অতি কষ্টে প্রাইভেটকারের দরজা কেটে তাদেরকে উদ্ধার করে। প্রাইভেটকারকে হাই ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।