হেফাজতের সহিংসতার মামলায় এ মুহূর্তে জামিন নয়’ বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, মে ১৯, ২০২১ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রাক্কালে দেশের বিভিন্ন স্থানে হেফাজতে ইসলামের সংঘর্ষের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের কর্তব্য কাজে বাঁধা দেয়ার অভিযোগে দায়ের হওয়া এক মামলায় ডিপ্লোমা প্রকৌশলী ফেরদৌস খান রানাকে জামিন দেননি হাইকোর্ট। আদালত তার জামিন আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন। এ সময় হাইকোর্ট বলেছেন, এ মুহূর্তে হেফাজত সংশ্লিষ্ট মামলায় জামিন দেব না। মঙ্গলবার (১৮ মে) হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল এই আদেশ দেন। আদালতে আজ জামিন আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাহেরুল ইসলাম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মীরা বিভিন্ন স্থানে ভাঙচুর চালায় ও অগ্নিসংযোগ করে। আইন-শৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে। এসব ঘটনায় দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা হয়। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় করা মামলায় ডিপ্লোমা প্রকৌশলী ফেরদৌস খান রানাকে গত ৮ এপ্রিল গ্রেফতার দেখানো হয়। মামলায় পুলিশের কর্তব্য কাজে বাঁধা দেয়ার অভিযোগ আনা হয়েছে। এ মামলায় রানার জামিন আবেদন আজ আদালতে উপস্থাপন করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন। এই শুনানিকালে আদালত এ মুহূর্তে হেফাজত সংশ্লিষ্ট মামলায় জামিন দেবেন না বলে মন্তব্য করেন। এরপর আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেয়ার আদেশ দেন। Related posts:বঙ্গবন্ধু শেখ মুজিব ডিগ্রি কলেজের ছাত্র-শিক্ষক-অভিভাবকদের পক্ষ থেকে অভিনন্দনহুমায়ুন আহমেদ এর জন্মদিনে আজবিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবেযোগ দিচ্ছেন মো. সাজেদুল ইসলাম Post Views: ২২৪ SHARES আইন-আদালত বিষয়: