ব্রাহ্মণবাড়িয়ায় ভারতফেরা আরও একজনের করোনা শনাক্ত, একজন নেগেটিভ বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, মে ১৭, ২০২১ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে এসে কোয়ারেন্টিনে থাকা আরও এক বাংলাদেশি নাগরিক (৫৪) করোনা পজেটিভ হয়েছেন। এ নিয়ে ভারত থেকে ফেরত দুজন করোনা পজেটিভ হয়েছেন। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ও কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। নতুন করে করোনায় ওই ব্যক্তির বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায়। তিনি সপ্তাহখানেক আগে দেশে ফিরেছেন। জানা গেছে, সম্প্রতি সদর উপজেলার ওই ব্যক্তি আখাউড়া স্থলবন্দর দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আসেন। পরে তাকে জেলা শহরের একটি আবাসিক হোটেলে কোয়ারেন্টিনে পাঠানো হয়। গত ১২ মে ভারত থেকে আসা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ওই ব্যক্তির করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। গত শনিবার রাতে তাঁর নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। রাতেই তাঁকে শহরের একটি আবাসিক হোটেল থেকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়। সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, ভারত থেকে ফেরত এক নাগরিক নতুন করে করোনা পজেটিভ হয়েছেন। ওই ব্যক্তির মাঝে করোনার কোনো উপসর্গ নেই। আর আগে ভারত থেকে আসা এক নারী নগরিক করোনা পজেটিভ হয়েছিল। তাঁর করোনার ফলাফল নেগেটিভ এসেছে। ওই নারীকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ড থেকে সরিয়ে হাসপাতালের অন্য ওয়ার্ডে পৃথক রাখা হয়েছে। Related posts:বিজয়নগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিতবিএনপি বিরোধী দলে থাকাবস্থায় ধ্বংসাত্মক কার্যকলাপ করছে হানিফব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষিকা পদে রোহানা আফরোজ ও রিপা আক্তারের যোগদান Post Views: ২০৪ SHARES আন্তর্জাতিক বিষয়: