বাবুলের বিরুদ্ধে মিতুর বাবার হত্যা মামলা বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, মে ১২, ২০২১ চট্টগ্রামে মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তার স্বামী সাবেক এসপি বাবুল আকতারের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। বুধবার দুপুরে বাবুলের শ্বশুর মোশাররফ হোসেন বাদী হয়ে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মামলাটি করেন। মামলায় বাবুলসহ আটজনকে আসামি করা হয়েছে। পাঁচ বছর আগে চট্টগ্রামে মিতু হত্যায় বাদী ছিলেন স্বামী সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। তদন্তে তার বিরুদ্ধেই হত্যার সঙ্গে জড়িত থাকার সংশ্লিষ্টতা পাবার পর জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার ডেকে তাকে হেফাজতে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার সকালে ঢাকায় পিবিআইয়ের প্রধান কার্যালয়ে এ নিয়ে সংবাদ সম্মেলন করে পিবিআই। সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান ও পুলিশের উপমহাপরিদর্শক বনজ কুমার মজুদার বলেন, পুরোনা মামলার চূড়ান্ত প্রতিবেদন আজই আদালতে দেওয়া হবে। নতুন মামলার বাদী হতে পারেন মিতুর বাবা। এর কিছুক্ষণ পরই পাঁচলাইশ থাকায় বাবুলসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন মিতুর বাবা মোশাররফ হোসেন। Related posts:হুমায়ুন কবীর ভুইয়ার মৃত্যুতে মৃনাল চৌধুরী লিটনের শোক প্রকাশআমার সৌভাগ্য যে আমি বঙ্গবন্ধুর স্নেহ ও মমতা পেয়েছি: মোকতাদির চৌধুরীইসলামপুর রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজে নবীণবরন অনুষ্ঠিত Post Views: ২১০ SHARES আইন-আদালত বিষয়: