ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতা: হেফাজত নেতা কাসেমীর স্বীকারোক্তি বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, মে ১০, ২০২১ সদ্য বিলুপ্ত হেফাজতের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আব্দুর রহিম কাসেমী ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতায় জড়িত থাকার কথা আদালতে স্বীকার করেছেন। রবিবার (৯ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হোসেনের আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালতের জবানবন্দির বরাত দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, আব্দুর রহিম কাসেমী আদালতে বলেছেন, সরকার উৎখাতের ষড়যন্ত্রের অংশ হিসেবে হেফাজতের কেন্দ্রীয় কমিটির নির্দেশে তিনি গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত তার শিক্ষার্থীদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সহিংসতায় অংশ নিয়েছিলেন। তার সঙ্গে জামিয়া ইউনুছিয়া মাদ্রাসাসহ আশেপাশের বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা হামলায় অংশ নেয়। হামলা চলাকালে তিনি ছাড়াও তার সিনিয়র মুরুব্বিদের প্রত্যক্ষ নির্দেশে হেফাজতের সমর্থক ছাত্র-শিক্ষকরা জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগসহ ব্যাপক তাণ্ডব চালায়। তাণ্ডবে সম্পৃক্ততার কথা তিনি স্বেচ্ছায় আদালতে স্বীকার করেছেন। উল্লেখ্য, গত ৪ মে বিকাল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর থেকে পুলিশের একটি বিশেষ টিম মুফতি আব্দুর রহিম কাসেমীকে গ্রেফতার করে Related posts:জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি ॥ শহীদ বেগম ফজিলাতুন্নেছা মুজিব - শফী আহমে২য় বার মেয়র নির্বাচিত হওয়ায় মিসেস নায়ার কবিরকে প্রেস ক্লাব বিজয়নগরের অভিনন্দনব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যানের মালিকানাধীন ইস্কাটন গোল্ডেন ড্রাগন বারে পুলিশের অভিযান Post Views: ২২৪ SHARES আন্তর্জাতিক বিষয়: