নেশার টাকার জন্য চাপ, ব্রাহ্মণবাড়িয়ায় একমাত্র ছেলেকে পুলিশে সোপর্দ বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, মে ৮, ২০২১ ব্রাহ্মণবাড়িয়ায় নেশাগ্রস্ত এক ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অবশেষে পুলিশে সোপর্দ করেছে এক পিতা। শুক্রবার দুপুরে সদর উপজেলার বুধল ইউনিয়নের চান্দিয়ারা গ্রাম থেকে সাদ্দাম হোসেন (২৫) নামের মাদকাসক্ত সেই ছেলেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত সাদ্দাম জেলা শহরের পূর্ব পাইকপাড়ার দুধ মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, বৃদ্ধ দুধ মিয়ার দুই মেয়ে ও এক মাত্র ছেলে সাদ্দাম হোসেন। পড়াশোনা তেমন না করলেও বখাটে ছেলেদের সাথে চলে মাদকাসক্ত হয়ে যায়। প্রায় সময় নেশার টাকার জন্য সাদ্দাম বাড়িতে বাবা-মায়ের উপর মানসিক চাপ প্রয়োগ করে ও মারধোর করে। গত মাসখানেক আগে এরই ধারাবাহিকতায় নেশার টাকার জন্য চাপ দিলে তার মা ও বৃদ্ধ দুধ মিয়ার স্ত্রী অস্বীকৃতি করেন। টাকা দিতে অস্বীকার করায় মাদকাসক্ত সাদ্দাম তার মাকে মারধোর করেন। মাদকাসক্ত একমাত্র ছেলেকে নিয়ে কোন উপায় না দেখে আদালতে মামলা দায়ের করেন বৃদ্ধ দুধ মিয়া। আদালত এই বিষয়ে ছেলে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করলে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।বিষয়ে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান বলেন, ছেলেটিকে আদালতের ওয়ারেন্ট মূলে গ্রেফতার করা হয়েছে। বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। Related posts:ইচ্ছা ছিল বাসন্তীকে দেখবো: প্রধানমন্ত্রীদুই বাংলা একদিন এক হয়ে যাবে, বললেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রীসিরাজুল ইসলাম (সেরুমেম্বার) মৃত্যুতে মৃনাল চৌধুরী লিটনের শোক প্রকাশ Post Views: ২৬৪ SHARES অর্থনৈতিক বিষয়: