বিজয়নগরে ট্রাক ও সিএনজি মুখোমুখী সংঘর্ষে নিহত ১ বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, মে ৫, ২০২১ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকসার মুখোমুখী সংঘর্ষে সেলিম মিয়া-(৪০) নামে এক ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর ২টায় ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেলিম মিয়া উপজেলার চান্দুরা ইউনিয়নের চান্দুরা গ্রামের মুছা মিয়ার ছেলে।ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ বলেন, সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে উপজেলার চান্দুরা যাওয়ার পথে শশই এলাকায় পৌছলে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাক অটোরিকসাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী সেলিম মিয়া মারা যান ও তিন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। Related posts:রাস্টু মিয়ার মা এর মৃত্যুতে মৃনাল চৌধুরী লিটন শোকপ্রকাশবিজয়নগরে মোকতাদির চৌধুরী এমপি সুস্ততার জন্য প্রার্থনামাহমুদুর রহমান মান্নার বড় ভাই এর মৃত্যুতে মৃনাল চৌধুরী লিটনের শোক প্রকাশ Post Views: ২৫৩ SHARES জাতীয় বিষয়: