মোকতাদির চৌধুরী এমপিকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২১ নরেন্দ্র মোদীর আগমনকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৬, ২৭ ও ২৮ মাচ হেফাজতের তান্ডব ও স্থানীয় সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে নিয়ে মিথ্যাচার করে কটূক্তির প্রতিবাদের মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার সুলতানপুর বাজারে সুলতানপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়। এতে ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু মুসা আনসারী, সাধারণ সম্পাদক এমএ এইচ মাহবুব আলম, সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ওমর ফারুখ, রামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদাত হোসেন খান, মছিহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলামিন হক পাভেল, বাসুদবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবাশ্বের হোসেন, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন প্রমূখ।এ সময় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতেই হেফাজত বিভিন্ন সরকারী দপ্তর ও প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে। তারা এ ধরণের ঘটনা এবং স্থানীয় সংসদ সদস্যকে নিয়ে কটূক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবী জানান। Related posts:আরিচা ঘাটে আগুনে পুড়লো বসতঘরসহ ১৫ ব্যবসা প্রতিষ্ঠানবিজয়নগরে জঙ্গিবাদ ও মাদক বিরোধী আলোচনা সভা অনুস্টিতমায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়িয়ে বউ আনলেন রাজিব মিয়া Post Views: ২৯৯ SHARES আন্তর্জাতিক বিষয়: