হেফাজতের নায়েবে আমির আহমদ আবদুল কাদের গ্রেফতার বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২১ বিজয়নগর নিউজ। হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির আহমদ আবদুল কাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ২০ দলীয় জোটভুক্ত খেলাফত মজলিসেরও মহাসচিব। আজ শনিবার বিকালে গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করে। আহমদ আবদুল কাদের ২০১৩ সালে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের নাশকতা ও সম্প্রতি মোদিবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলার আসামি। ডিএমপির যুগ্ম-কমিশনার (ডিবি) মাহবুব আলম এই তথ্য নিশ্চিত করে বলেন, আহমদ আবদুল কাদের আমাদের কাছে গ্রেফতার আছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। আগামীকাল তাকে আদালতে তোলা হবে। সম্প্রতি আলোচিত নেতা মাওলানা মামুনুল হকসহ হেফাজতে ইসলামের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করা হয়েছে। তালিকায় আরও অনেক নেতার নাম আছে বলে জানিয়েছে গোয়েন্দা সূত্র। Related posts:শারদীয় দুর্গাপূজা শুরু আজআশুগঞ্জের পাওয়ার হাউজ এলাকা থেকে গাঁজা সহ ০১ মাদক ব্যবসায়ীকে আটককলেজ ছাত্রী শরীফাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় Post Views: ৩০৭ SHARES আন্তর্জাতিক বিষয়: