মাওলানা সাজিদুর রহমান ও মাওলানা মোবারক উল্লাহকে গ্রেফতারের দাবি ছাএলীগ বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২১ ব্রাহ্মণবাড়িয়াল তাণ্ডবের সঙ্গে জড়িত’ হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির ও জেলা শাখার সভাপতি মাওলানা সাজিদুর রহমান এবং জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোবারক উল্লাহকে গ্রেফতারের দাবি জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ। শুক্রবার (২৩ এপ্রিল) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা এ দাবি জানায়। জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল এবং সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শোভন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, হেফাজতের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আব্দুর রহিম কাসেমী হেফাজত থেকে পদত্যাগ করেছেন। তিনি তাণ্ডবের ঘটনায় জড়িত হেফাজত নেতাকর্মীদের বিচার দাবি করেছেন। এর মধ্য দিয়ে সুস্পষ্টভাবে প্রমাণিত, গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত তাণ্ডবের সঙ্গে হেফাজতের অন্যান্য নেতাদের সঙ্গে মাওলানা সাজিদুর রহমান এবং মাওলানা মোবারক উল্লাহ জড়িত ছিলেন। তাই হামলাকারী এবং হামলায় নির্দেশদাতাদের অবিলম্বে আইনের আওতায় আনার জন্যে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে। উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৬ থেকে ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার অর্ধশতাধিক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকেরা। এ সব ঘটনায় ৫৬টি মামলা দায়ের হয়েছে। এ মামলাগুলোতে এজাহারনামীয় ৪১৪ জন ও অজ্ঞাতনামা ৩৫ হাজারেরও বেশি আসামি। যাদের মধ্যে শুক্রবার সকাল পর্যন্ত ৩৪৬ জনকে গ্রেফতারের করার কথা জানিয়েছে পুলিশ। সর্বশেষ ২৪ ঘণ্টায় গ্রেফতার করা হয় ১০ জনকে। Related posts:বিজয়নগর সমবায় ঐক্য পরিযদে সাংবাদিক সারোয়ার হাজারী সভাপতি সুমন সাধারণ সম্পাদক নতুন কমিটিবিজয়নগরে সাবেক ইউ পি সদশ্যকে অতর্কিত হামলাকিংবদন্তি দানবীর রণদা প্রসাদ সাহা। Post Views: ৩৬৩ SHARES আইন-আদালত বিষয়: