ব্যাঙের ছাতার মতো অলিতে-গলিতে এখন আল্লামা!

প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২১

র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী

ইংরেজ রাজত্বে ভারতীয় উপমহাদেশে মাত্র দুজন মহাপণ্ডিতকে আল্লামা বলা হতো। একজন আল্লামা ড. মোহাম্মদ ইকবাল, অন্যজন একটি অবিভক্ত ভারত পন্থী মুসলিম স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান আল্লামা ইনায়েতউল্লাহ খান মাশরিকি। আর এখন ব্যাঙের ছাতার মতো রাস্তা-ঘাটে, অলিতে-গলিতে আল্লামা পাওয়া যায়! আমরা বুঝে না বুঝে শব্দটির ব্যবহার- অপব্যবহার করে থাকি। পুরো মুসলিম দুনিয়ায় (বাংলাদেশ ছাড়া) আল্লামা আছে কিনা, আল্লাহ-ই ভালো জানেন!

এই সমস্ত ধোঁকাবাজদের হাত থেকে পরম করুণাময় আল্লাহ আমাদের সুরক্ষা দিন। পবিত্র রমজান মাসে এই মোনাজাত তাঁর দরবারে।