আজ মুক্তিযোদ্ধা মরহুম কুতুবউদ্দিন চৌধুরী সেলিম চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২১ ব্রাহ্মণবাড়িয়া জেলার তিতাস পূর্বাঞ্চলের( বর্তমান বিজয়নগর উপজেলার) প্রাণপুরুষ, তিতাস পূর্বাঞ্চল উপজেলা বাস্তবায়ন পরিষদের সভাপতি, তিতুমীর কলেজের সাবেক ভিপি, চান্দুরা ইউনিয়ন পরিষদের পাঁচ বারের চেয়ারম্যান, দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি,শহীদ ধীরেন্দ্র নাথ দও ও ভূপেষ চৌধুরী গন পাঠাগাড়ের আজীবন সদশ্য ঐতিহ্যবাহী সাতগাঁও চৌধুরী বাড়ির কৃতিসন্তান, বীর মুক্তিযোদ্ধা মরহুম কুতুবউদ্দিন চৌধুরী (ওরফে সেলিম চৌধুরীর ) আজ প্রথম মৃত্যুবার্ষিকী এই উপলক্ষে উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে এদিকে আজ বিজয়নগর শহীদ ধীরেন্দ্র নাথ দও ও ভূপেষ চৌধুরী গন পাঠাগাড়ের উদ্দেগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে Related posts:শহীদ নূর হোসেন দিবস আজবিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার আহবাননিখোঁজ’ হওয়ার ছয়দিন পর বাড়ি ফিরে এসেছেন আসিফ আহমেদ Post Views: ২৮৪ SHARES জাতীয় বিষয়: