ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডব কারী সাজিদুর রহমান ও মোবারক উল্লাহ গং কে দ্রুত গ্রেফতারের দাবি বিজয়নগর উপজেলা চেয়ারম্যান সমিতি বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২১ বিজয়নগর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগনের পক্ষ থেকে সংগঠন বিজয়নগর উপজেলা চেয়ারম্যান সমিতি পহ্ম থেকে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তান্ডবে নেতৃত্বদানকারী সাজিদুর রহমান ও মোবারক উল্লাহ গং কে দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।তারা বলেন, গত ২৬/২৭/২৮ মার্চ হেফাজতের তাণ্ডবের সময় মাদ্রাসার ছাত্ররা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন, পৌরসভা কার্যালয়, ভূমি অফিসসহ সরকারি, বেসরকারি প্রায় অর্ধশতাধিক স্থাপনা ভাংচুর ও আগুনে পুড়িয়ে দিয়েছে। সেবাদানকারী সংস্থাগুলো ভাংচুর ও পুড়িয়ে দেয়ায় জনগণের ভোগান্তি বেড়েছে। হেফাজত যে কাজগুলো করেছে তা ইসলাম সম্মত নয়। এতে তাদের লজ্জা হওয়া উচিত। এদের উসকানী ও নির্দেশ দাতা সাজিদুর রহমান ও মোবারক উল্লাহ গং কে দ্রুত গ্রেফতারের দাবি জানানো উক্ত বিবৃতিতে সাহ্মর করেন চান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এম শামীউল হক চৌধুরী ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক বকুল হরষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারওয়ার রহমান ভুইয়া পওন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান রতন বুধন্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিতু মিয়া পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো জামাল উদ্দীন ভুইয়া সিঈারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো মনির হোসেন চরইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো দানা মিয়া ভুইয়া Related posts:কিংবদন্তি বিপ্লবী, লেখক-সংগঠক উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেন প্রয়ান দিবসযে সকল পণ্যের মূল্য কমতে পারেবিজয়নগরে বঙ্গমাতার জন্ম দিবস উদযাপন উপলক্ষে হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ Post Views: ২৬৯ SHARES আইন-আদালত বিষয়: