করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন চিত্রনায়িকা কবরী বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২১ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অবশেষে মারা গেলেন সাবেক সংসদ সদস্য, চিত্রনায়িকা ও নির্মাতা সারাহ বেগম কবরী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ১৩ দিনের মাথায় তিনি মারা যান। শুক্রবার রাত ১২টা ২০মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন । তার বয়স হয়েছিল ৭০ বছর। কবরীর ছেলে শাকের চিশতী গণমাধ্যমকে তার মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেন। গত ৫ এপ্রিল করোনাভাইরাস রিপোর্ট ‘পজিটিভ’ আসার পরপরই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল কবরীকে। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে ৮ এপ্রিল শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয় তাকে।বৃহস্পতিবার বিকাল ৪টায় হাসপাতালটিতে চিকিৎসাধীন কবরীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ১৯৫০ সালের ১৯ জুলাই চট্টগ্রামের বোয়ালখালীতে জন্ম মিনা পালের (কবরীর পূর্ব নাম) শৈশব ও কৈশোর কেটেছে চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে। ১৯৬৪ সালে মাত্র ১৩ বছর বয়সে নির্মাতা সুভাষ দত্তের ‘সুতরাং’ চলচ্চিত্রে অভিনয় করে মিনা পাল থেকে কবরী হয়ে উঠেন তিনি। দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে ‘নীল আকাশের নিচে’, ‘ময়নামতি’, ‘সুজন সখী’, ‘স্মৃতিটুকু থাক’, ‘সারেং বউ’, ‘তিতাস একটি নদীর নাম’সহ তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। Related posts:কসবায় পশুর হাটে গরু রাখার জায়গা নিয়ে সংঘর্ষে নিহত একঅ্যাডভোকেট সৈয়দ এ কে এম এমদাদুল বারী’র মৃত্যুতে মোক্তাদির চৌধুরীর শোকআমার সৌভাগ্য যে আমি বঙ্গবন্ধুর স্নেহ ও মমতা পেয়েছি: মোকতাদির চৌধুরী Post Views: ৩৪৩ SHARES আন্তর্জাতিক বিষয়: