বিজয়নগরে কম্বাইন হারভেষ্টার মেশিন বিতরনণ অনুস্টানে মোকতাদির চৌধুরী বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২১ বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন,ব্রাহ্মণবাড়িয়া নারকীয় হামলাকারীদের উদ্দেশে বলেন এরাহলো মিথ্যাবাদী। মিথ্যাবাদীর পিছনে নামাজ হয় না। ইসলামের পরিভাষায় মিথ্যাবাদীকে ফাসেক বলা হয়। আপনারা যারা মোবারক উল্লাহ ও সাজিদুর রহমানের মতো ফাসেকদের পিছনে জেনেশুনে নামাজ পড়বেন, তাদের নামাজ কবুল হবে না। আমি পবিত্র কোরআন ও হাদিসের আলোকেই এই কথাটি বললাম। মামুনুল হকের মতো বদমাইশ লোকদের চরিত্রই হলো মিথ্যা বলা। কারণ ওরা তো বলেই মিথ্যা বলা জায়েজ। অথচ ইসলামের দৃষ্টিকোণ থেকে মিথ্যা বলা হারাম। নবী করীম সাল্লাল্লাহু আলাই সালাম বলেছেন, মিথ্যা হলো সকল পাপের জননী।বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার কে এম ইয়াছিন আরাফাতএর সভাপতিত্বে বিজয়নগর উপজেলা সার, বীজ ও কম্বাইন হারভেষ্টার মেশিন বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিমা মুকাই আলী ভাইস চেয়ারম্যান মাহমৃদুর রহমান মান্না উপজেলা কৃষি কর্মকর্তা খিজির হোসেন প্রানমিক প্রেসক্লাব বিজয়নগরএর সভাপতি মৃনাল চৌধুরী লিটন উপজেলা কৃষি কর্মকর্তা খিজির হোসেন প্রামানিক বলেন, ১০ টি ইউনিয়নের প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি যেমন, ১০ টি কম্বাইন্ড হারভেষ্টার মেশিন, ১ টি রাইসট্রান্সপ্লান্টার, ১ টি রিপার মেশিন,বিতরণ করা হয়। বাংলাদেশ সরকার, কৃষি বান্ধব সরকার, দেশের কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষি যন্ত্রপাতি ক্রয়েতে ৭০ ভাগ ভর্তুকি দিচ্ছে।অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের উদ্দেশ্যে তিনি বলেন, রেল স্টেষন কোনো কাজে লাগে না আপনাদের? এটি তো জেলাপুলিশঅফিস। এখানে উপজেলার যে সাহেবরা আছেন, চেয়ারম্যান পদধারী, আপনাদের জনগণের দলিল দস্তখত কী নাই এখানে? আপনাদের জনগণ কী ক্ষতিগ্রস্ত হয় নাই? তাহলে আপনারা কেন এই তাণ্ডবের প্রতিবাদ করলেন না তিনি বিজয়নগর উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই ব্রাহ্মণবাড়িয়া বাড়ীতে হামলার নিন্দা জানান Related posts:আ খ ম জাহাঙ্গীরের মৃত্যুতে মোকতাদির চৌধুরীর শোকব্রাহ্মণবাড়িয়া পিস্তলসহ ৩ জন সন্ত্রাসীকে গ্রেফতারউপনির্বাচনে মমতার বিরুদ্ধে লড়বেন প্রিয়াঙ্কা Post Views: ২১২ SHARES অর্থনৈতিক বিষয়: