ব্রাহ্মনবাড়িয়া কসবায় ৫মার্চ ঘটনায় অপরাধের মামলায় প্রকৃত দোষীদের বিচারের সম্মুখীন করতে ১০৭১জন স্বাক্ষরে আইনমন্ত্রীর কাছে স্মারক লিপি

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২১

বিজয়নগর নিউজ ডেস্ক : ব্রাহ্মনবাড়িয়া কসবা সদরে চলতি সালের গত ৫মার্চ সংগঠিত ঘটনায় থানার মামলা নং ৬/২০২১ আইন শৃখলা বিকারীর অপরাধের মামলায় প্রকৃত দোষী ব্যক্তিদের বিচারের সম্মুখীন করতে ১০৭১জন স্বাক্ষরে আইনমন্ত্রীর কাছে স্মারক লিপি প্রদান করেন।
আজ সকালে কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের মাধ্যমে স্ব কার্যালয়ে উপস্থিত হয়ে আইনমন্ত্রীর কাছে পাঠানোর জন্য এই স্মারকলিপি প্রদান করেছেন। স্মারকলিপি প্রদানকালে আওয়ামী লীগের প্রবীণ নেতা ও প্রতিষ্ঠাতা প্রশাসক কসবা পৌরসভা এড.একেএম আজিজুর রহমান,কসবা পৌর আওয়ামী লীগের সভাপতি মো:শফিকুল ইসলাম, কসবা পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি সুবেদার অব: আব্দুর রহিম,কসবা পৌরসভা ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সুবেদার অব: বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম, বীর মুক্তিযোদ্ধা এম এইচ শাহআলম,মহিলা পৌর কাউন্সিলর রিনা আক্তার,কসবা পৌর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম জিলানী,পৌর কাউন্সিলর সজিব,হেলাল সরকারসহ ২০সদস্য একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন । স্মারকলিপি প্রদান শেষে প্রতিনিধি দল সাংবাদিকদেরকে জানান; ৫মার্চ ঘটনাটি পরিকল্পিত ভাবে শাহপুর গ্রামের একটি গ্রুপ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার মানসে উস্কানী ও ধবংশযোগ্য ঘটনায় আতœরক্ষা করতে তাৎক্ষণিক সদরের লোকজন ব্যবস্থা নিতে বাধ্য করেন। প্রতিপক্ষটি বিজনা নদী অতিক্রম করে অস্ত্রসস্ত্রসহ জঙ্গিরূপে অতির্কিত হামলার তান্ডব সৃষ্টি করেন। যার ভিডিও ফুটেজসহ ছবি প্রমাণ আছে। অথচ পুলিশ উক্ত মামলাতে প্রকৃত অপরাধীদেরকে আড়াল করে শাহপুরের ৬জন ও সদরের ৫০জনকে জড়িয়ে চার্জসিট প্রদান করেন। চার্জসিট থেকে নিরপরাধদেরকে মুক্ত করে প্রকৃত অপরাধীদেরকে চার্জসিট ভুক্ত করতে মাননীয় আইনমন্ত্রীর কাছে স্মারকলিপির মাধ্যমে দাবী করেছি।