ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডব: ৪৮ মামলায় আসামী ৩৫হাজার, গ্রেফতার ৫৫জন! বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০২১ ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তান্ডবের ঘটনায় এ পর্যন্ত ৪৮টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এজহার নামীয় ২৮৮জন সহ অজ্ঞাত আরও ৩৫ হাজার মানুষকে আসামী করা হয়েছে। এরমধ্যে গত ১৪দিনে গ্রেফতার করা হয়েছে মাত্র ৫৫জনকে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও-১ পরিদর্শক ইমতিয়াজ আহমে সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া হেফাজতে ইসলামের সহিংসতায় মোট মামলা ৪৮টি দায়ের করা হয়েছে। এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৩টি, আশুগঞ্জ থানায় ৩ টি ও সরাইল থানায় ২টি মামলা রুজু করা হয়েছে। এসব মামলায় এজাহারনামীয় ২৮৮ জনসহ অজ্ঞাতনামা ৩৫ হাজার লোককে আসামী করা হয়েছে। এর গত ২৬ মার্চের পর থেকে গ্রেফতার করা হয়েছে ৫৫ জন আসামীকে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) রইছ উদ্দিন জানিয়েছিলেন, স্থির চিত্র ও ভিডিও ফুটেজ বিশ্লেষণপূর্বক এসব আসামীদের সনাক্ত করা হয়েছে। এজহারনামীয় আসামী যারা তাদেরকে ধরতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, তাদের অনেকেই এখন পলাতক। ভিডিও ফুটেজ গুলো দেখে অজ্ঞাতনামা আসামীদের সনাক্ত করার চেষ্টা করছি। আসামীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে। উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে এবং ঢাকা ও চট্টগ্রামে মাদরাসাছাত্রদের ওপর পুলিশের হামলার খবরে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মীরা। এসময় পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, মৎস্য কর্মকর্তার কার্যালয়, পৌরসভা কার্যালয়, জেলা পরিষদ কার্যালয় ও ডাকবাংলো, খাঁটিহাতা হাইওয়ে থানা ভবন, আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন, আলাউদ্দিন খাঁ পৌরমিলনায়তন ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরসহ ৩৮টি সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এই ঘটনায় নিহত হয় ১২জন। Related posts:ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৪ হাজার মসিজদে একাধিক জামাতে ঈদের নামাজবিজয়নগরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে ৭ জন আটকভাষা আন্দোলন শহীদ ধীরেন্দ্র নাথ দও Post Views: ২৩৮ SHARES আইন-আদালত বিষয়: