ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শওকত হোসেন করোনায় আক্রান্ত বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২১ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন। শনিবার (৩ এপ্রিল) ডা. শওকত হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা যায়। হাসপাতালের আবাসিক চিকিৎসক হিমেল খান সাংবাদিকদের জানান, গত শনিবার ডা. শওকত হোসেন স্যার র্যাপিড এন্টিজেন রিপোর্টের জন্য নমুনা দেন। ওই সময় স্যারের করোনা ভাইরাস রিপোর্ট নেগেটিভ আসে। পরে স্যারের করোনা ভাইরাসের এন্টিজেন রিপোর্ট নেগেটিভ আসায় ওইদিন আরটি পিসিআর এর জন্য স্যারের আবার নমুনা সংগ্রহ করে ঢাকা ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি রেফারেল সেন্টারের পিসিআর ল্যাবে পাঠানো হয়। এক সপ্তাহ পর শনিবার (৩ এপ্রিল) পিসিআর ল্যাবের রিপোর্টে হাসপাতালের তত্ত্বাবধায়ক শওকত হোসেন স্যার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়ে জানা যায়। বর্তমানে তিনি হোম আইসোলেশনে আছেন। Related posts:সরাইলে স্বাধীনতার বীর সেনানী দেওয়ান মাহবুব আলী কুতুব মিয়ার স্থাপিত হলো ম্যুরালতারুণ্যদীপ্ত ইউএনও কে.এম. ইয়াসির আরাফাত কে বিজয়নগরে পদায়নপ্রাক-বাজেট আলোচনায় মোকতাদির চৌধুরী এমপি Post Views: ২৪৯ SHARES আন্তর্জাতিক বিষয়: