ব্যাখ্যা চাই –র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২১ ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এই দিনে যারা রেলওয়ে স্টেশনে হামলা করেছিল, বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙেছিল, ফারুকী পার্কের স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য অর্পণের ফুলের স্তবকসমূহ নষ্ট করে পায়ে মাড়িয়েছিল, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়, জেলা মৎস্য অফিস, সিভিল সার্জন অফিসসমূহের ফুলের বাগান কারা নষ্ট করেছিল? তারা কারা, জবাব দিবে কে? সার্কিট হাউজে সমবেত মেয়েদের উপর হামলা, গাড়ি ভাঙচুর কারা করেছিল, তারা কারা? এসপি অফিস, জেলা জজের বাসভবন, জেলা প্রশাসকের বাসভবন ইত্যাদিতে কারা হামলা চালিয়েছিল, কেন হামলা করেছিল? কে তাদের উসকানি দিয়েছিল? এইসব দুষ্কর্ম ও অপকর্মের কে ব্যাখ্যা দিবে?আমি মনে করি, তথাকথিত হেফাজতে ইসলামকেই এর ব্যাখ্যা দিতে হবে। ফুলের সাথে, বঙ্গবন্ধুর ম্যুরালের সাথে,স্মৃতিসৌধের পুষ্পার্ঘ্যের সাথে, নারীদের সাথে, রেলস্টেশনের সাথে হেফাজতিদের কী দুশমনি আমরা তার ব্যাখ্যা চাই। ব্যাখ্যা দিতে হবে। Related posts:পাঁচগাও আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্বোধনব্রাহ্মণবাড়িয়ার মানুষ কি সংবিধানের মৌলিক অধিকার ভোগ করবে না,প্রশ্ন সাদ অনুসারীদেরকঠোর বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে থাকবে সেনাবাহিনী Post Views: ২৬৫ SHARES আন্তর্জাতিক বিষয়: