বিয়ে পড়াতে গিয়ে ভুয়া কাজি ধরা, পুলিশে সোপর্দ বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২১ ব্রাহ্মণবাড়িয়ায় মোহাম্মদ মোসাদ্দেক হোসেন (৬০) নামের এক ভুয়া কাজীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার (২২ মার্চ) দুপুরের দিকে জেলা শহরের কাউতলী এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাকে আটক করেন। আটক মোসাদ্দেক হোসেন জেলা নবীনগর উপজেলায় শ্যামগ্রাম ইউনিয়নের বানিয়াচং গ্রামের মৃত শরীফ উদ্দিনের ছেলে। ব্রাহ্মণবাড়িয়া জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজি মাওলানা নূরুল আলম বলেন, সোমবার দুপুরে জেলা শহরের কাউতলী এলাকার গ্র্যান্ড তাজ আবাসিক হোটেলে একটি বিয়ে নিবন্ধন করার সময় জেলা কাজী সমিতির সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন। আটকের পর যাচাই করতে তাকে জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।আটক মোসাদ্দেক হোসেন সরকারের নিয়ম অনুযায়ী রেজিস্ট্রারের মাধ্যমে নিবন্ধিত নন। সে দীর্ঘদিন ধরে অনৈতিকভাবে সাধারণ মানুষের কাছে কাজি পরিচয় দিয়ে বিয়ে ও তালাক রেজিস্ট্রার করে আসছিলেন। জেলা রেজিস্ট্রার সরকার লুৎফুল কবির বলেন, আটকের পর এক ব্যক্তিকে যাচাই করতে নিয়ে আসা হিয়। সেই ব্যক্তি প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি। তার কাছ থেকে একটি বিয়ে নিবন্ধন বই ও দুটি তালাক নিবন্ধন বই এবং সিলমোহর উদ্ধার করা হয়েছে। তার কাছে পাওয়া নিবন্ধন বইগুলোও নকল।  এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান বলেন, কাজি সমিতির সদস্যরা আটকের পর তাকে পুলিশে সোপর্দ করে। এই ঘটনায় জেলা কাজি সমিতির সাধারণ সম্পাদক বাদি হয়ে একটি অভিযোগ দিয়েছে। তার কাছ থেকে একটি বিয়ে নিবন্ধন বই ও দুটি তালাক নিবন্ধন বই এবং সিলমোহর উদ্ধার করা হয়েছে। এগুলো যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। Related posts:সমুদ্রবন্দর থেকে সতর্ক সংকেত প্রত্যাহারবৃষ্টিতে ঢাকার বায়ুর মানের উন্নতিশেখ হাসিনা সরকার ফুটবলকে তৃর্ণমুল পর্যায় থেকে ঢেলে সাজাতে কাজ করছে Post Views: ৩৪০ SHARES আইন-আদালত বিষয়: