আজ সে ভয়াল ২২ শে মার্চ। বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২১ আজ সে ভয়াল ২২ শে মার্চ।২০১৩ সালের আজকের এই দিনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল, উরশিউরা, জারুইলতলা, ভাতশালা, চিনাইর, চান্দি, ফুলবাড়িয়া, বাসুদেব ও বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল এবং আখাউড়া উপজেলার আমোদাবাদসহ অন্তত ১৫টি গ্রামের ওপর আঘাত হানে ভয়াল সেই টর্নেডো। টর্নেডোতে অন্তত ৩৮ জন প্রাণ হারান, আহত হন ৫ শতাধিকেরও বেশি মানুষ। ভয়াল সেই টর্নেডোর স্মৃতি মনে করে এখনো আঁতকে উঠেন অনেকে। মুহুর্তের মধ্যে তছনছ করে দিয়েছিলো হাজারো ঘরবাড়ি। সৃষ্টি হয়েছিল এক দূর্বিসহ পরিবেশের। চারদিকে হাহাকার। স্বজন হারানোর বেদনা। Related posts:কসবায় এডিপি’র ৫০ লাখ টাকার বিশেষ বরাদ্দ ॥ কাজের হদিস না থাকলেও চেয়ারম্যান-ইউএনও মিলে পরিশোধ করলেন বি...বিজয়নগর থানা ওসি) মির্জা মোহাম্মদ হাছান মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষনাবর্ষীয়ান রাজনীতিবিদ হুমায়ুন কবীরের মৃত্যুতে মোকতাদির চৌধুরীর শোক Post Views: ২৬৩ SHARES অর্থনৈতিক বিষয়: