আজ সে ভয়াল ২২ শে মার্চ।

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২১

আজ সে ভয়াল ২২ শে মার্চ।
২০১৩ সালের আজকের এই দিনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল, উরশিউরা, জারুইলতলা, ভাতশালা, চিনাইর, চান্দি, ফুলবাড়িয়া, বাসুদেব ও বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল এবং আখাউড়া উপজেলার আমোদাবাদসহ অন্তত ১৫টি গ্রামের ওপর আঘাত হানে ভয়াল সেই টর্নেডো। টর্নেডোতে অন্তত ৩৮ জন প্রাণ হারান, আহত হন ৫ শতাধিকেরও বেশি মানুষ। ভয়াল সেই টর্নেডোর স্মৃতি মনে করে এখনো আঁতকে উঠেন অনেকে। মুহুর্তের মধ্যে তছনছ করে দিয়েছিলো হাজারো ঘরবাড়ি। সৃষ্টি হয়েছিল এক দূর্বিসহ পরিবেশের। চারদিকে হাহাকার। স্বজন হারানোর বেদনা।