লোকসাহিত্য গবেষক ড আশরাফ সিদ্দিকীঃ বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২১ লোকসাহিত্য গবেষক ড. আশরাফ সিদ্দিকীঃ লোকসাহিত্য গবেষক, কবি ও অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী ১৯২৭ সালের ১ মার্চ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী গ্রামে তার মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ডাক্তার আব্দুস সাত্তার সিদ্দিকী ও মা সমীরণ নেসা। পিতা ছিলেন একজন সৌখিন হোমিও চিকিৎসক এবং ইউনিয়ন পঞ্চায়েত ও ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান। ড. আশরাফ সিদ্দিকী তার মাতুলালয়ের পাঠশালায় শিক্ষাজীবন শুরু করেন। তিনি ষষ্ঠ শ্রেণীতে পড়াকালীন প্রথম কবিতা লেখেন। কবিতার নাম ‘নববর্ষা’। আশরাফ সিদ্দিকী ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে টাঙ্গাইলের করটিয়া সরকারি সা’দত কলেজ থেকে বাংলা সাহিত্যে মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করে অনার্স করেন। পরে আমেরিকার ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও ফোকলোর বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি টাঙ্গাইলের কুমুদিনী মহিলা কলেজ ও রাজশাহী সরকারি কলেজ, ঢাকা কলেজে অধ্যাপনাসহ চট্টগ্রাম সরকারি কলেজ ও জগন্নাথ কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। এ ছাড়া বাংলা একাডেমির মহাপরিচালক এবং বাসসের সভাপতির দায়িত্ব পালন করেন। ড. আশরাফ সিদ্দিকী অসংখ্য গল্প, ভ্রমণ কাহিনী, কবিতা ও প্রবন্ধের বই লিখেছেন। এর মধ্যে ‘তালেব মাস্টার ও ‘গলির ধারের ছেলেটি’ উল্লেখযোগ্য। তিনি একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, ইউনেস্কো পুরস্কারসহ দেশ-বিদেশের নানা পুরস্কারে ভূষিত হয়েছেন। ১৯ মার্চ ২০২০ রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ড. আশরাফ সিদ্দিকী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তথ্যসূত্রঃ‘যে আছে মাটির কাছাকাছি’ ‘দৈনিক সমকাল’২০ মার্চ ২০২০। Related posts:করোনায় আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায় হাসপাতালে ভর্তিহেবজু মিয়া কুয়েত এর ব্যুরো প্রধান বিজয়নগর নিউজ ডট নেটস্থানীয়রা বিরক্ত হলে জটিল হবে রোহিঙ্গা পরিস্থিতি : তথ্যমন্ত্রী Post Views: ৩৭৮ SHARES আন্তর্জাতিক বিষয়: