বিজয়নগরে ১৭ মামলার পলাতক আসামী শীর্ষ সন্ত্রাসী ফয়সাল সহ ৫ জন আটক বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২১ রাজীব : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশ ১৭ মামলার পলাতক আসামী শীর্ষ সন্ত্রাসী মোস্তাক আহমেদ ফয়সাল(৩৫) কে আটক করেছে। সে উপজেলার চান্দুরা ইউপির আব্দুল্লাহপুর গ্রামের হোসেন আহমেদের ছেলে । এসময় তার সহযোগী সাগর (২০), শাকিল( ২২) ,শামিম (১৯) ও তার আপন ছোট ভাই পলাশ (৩০) সহ ৫ জনকে আটক করা হয়েছে। এসময় ২টি চোরাই অটোরিক্সা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, আজ বৃহষ্পতিবার সকালে গোপন সংবাদের ভিক্তিতে এস আই মো জুয়েল সঙ্গিয় ফোর্স নিয়ে আভিযান চালিয়ে একাধিক নাশকতা, মাদক চোরাচালান ও বিস্ফোরক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী ফয়সালকে সঙ্গিসহ আটক করে থানায় সোপার্দ করে। এব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আতিকুর রহমান বিজয়নগর নিউজকে জানান, সে উপজেলার একজন শীর্ষ সন্ত্রাসী ও তার নামে চুরি, ডাকাতি, অপহরন, নাশকতা, বিস্ফোরক ও পুলিশকে মারধর, হত্যা সহ বিভিন্ন কারনে বিজয়নগর সহ বিভিন্ন থানায় ১৭ টি মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী এবং সে চুরি ডাকাতি সহ সরকার বিরোধী নানা কার্যক্রম পরিচালনা করে আসছিল। তাদেরকে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হচ্ছে। Related posts:বিজয়নগর হারিয়ে যাচ্ছে কুমার পল্লীর শিল্প১হাজার ৭শত পিস ইয়াবা ট্যাবলেটসহ বিজয়নগরে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারব্রাহ্মণবাড়িয়ায়৪৪ বছর পর ফিরে পেলেন নিজের পৈতৃক ভিটা Post Views: ৩৯০ SHARES আইন-আদালত বিষয়: