আউটসোর্সিং কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণের আহবান মৃনাল চৌধুরী লিটন বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২১ আজ আউটসোর্সিং কর্মচারীদেরকর্মচারী গনের উদ্যোগে আউটসোর্সিং কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণ করণ ও সরকার কর্তৃক পরিপত্র বাতিলের দাবিতে বিজয়নগর উপজেলার হলরুমে স্বপন সুএধরের সভাপতিত্বে যাবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ক্লাব প্রেসক্লাব বিজয়নগর সভাপতি মৃনাল চৌধুরী লিটন বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব বিজয়নগর এর দপ্তর সম্পাদক তানভীর আমিদ রাজীব বক্তব্য রাখেনআউটসোর্সিং কর্মচারীদের মাঝে মো জালাল সিরাজুল ইসলাম আল আমিন জয় রিপন মালাকার স্বপন দাস ফরিদ মিয়া সহ কর্মচারী গনসভায় বক্তরা বলেন আমরা যারা আউটসোর্সিং মাধ্যমে কাজ করছি অনেকের চাকুরীর বয়স সীমা চলে গেছে সরকার যে পরিপএ জারী করছে তাতে দেশের পন্চাশ হাজার পরিবার মানবেতর জীবন যাপন করবে সভায় প্রধান অতিথি আউটসোর্সিং কর্মচারীদের দাবীর সাথে একাত্বতা ঘোষনা করে বলেন অবিলম্বে পরিপএ বাতিল করার জণ্য সরকার এর নিকট দাবী জানাল এবং আউটসোর্সিং কর্মচারীদের চাকুরী স্হায়ী করার আহবান জানান Related posts:সমাজ থেকে অন্যায়-অত্যাচার, নিপীড়ন ও হানাহানি দূর করে মানুষে মানুষে অকৃত্রিম ভালোবাসা ও সম্প্রীতির বন...বাবুনগরী-সাজিদুরদের মাদ্রাসাগুলোর আয়-ব্যয় সম্পর্কেও অনুসন্ধান জরুরিইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ট্রেজারার পদে নিয়োগ পাওয়ায় ফাহিমা খাতুনকে মৃনাল চৌধুরী লিটনের শুভে... Post Views: ৪০৬ SHARES অর্থনৈতিক বিষয়: