আখাউড়া হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২১ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। একই সময় অপর গ্রামে ডাকাতির চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ডাকাত দল। শুক্রবার ভোরে উপজেলার আখাউড়া-আগরতলা সড়কের পাশে দক্ষিণ ইউনিয়নের সাতপাড়া ও দ্বিজয়পুর গ্রামে দুই প্রবাসীর বাড়িতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ৪জন আহত হয়েছে। আহতরা হলেন, সাতপাড়া গ্রামের বারু ভূঁইয়া (৬৫), তার স্ত্রী জাহানারা বেগম (৫০), ছেলে নাঈম ভূঁইয়া (৩৪) ও দ্বিজয়পুর গ্রামের সিরাজ মিয়া (৪৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল তার বাড়িতে পরপর চারটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এসময় বাঁধা দিলে ডাকাতরা পরিবারের সদস্যদের দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় ডাকাত দল ৭৮হাজার টাকা, ৩টি মোবাইল ও তিনটি বিদেশী টর্চলাইট লুটে নিয়ে যায়৷ Related posts:ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়কে দূর্ঘটনায় কিশোরীর মৃত্যুরায় আসা পর্যন্ত ধৈর্য ধরুন, ছাত্রসমাজ ন্যায়বিচার পাবে: প্রধানমন্ত্রীভিকারুননিসায় ভর্তি বাতিল ‘১৬৯ শিশুর পরিস্থিতির জন্য অভিভাবকরা দায় এড়াতে পারেন না’ Post Views: ৩৪৪ SHARES আইন-আদালত বিষয়: