কসবায় আইনমন্ত্রী আনিসুল হকের উপস্থিতিতে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২১

বিজয়নগর নিউজ ।। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আইনমন্ত্রী আনিসুল হকের উপস্থিতিতে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ মার্চ) বেলা ১১টা থেকে কসবা উপজেলা পরিষদ চত্বরের সামনে থেমে থেমে এ সংঘর্ষ চলছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আইনমন্ত্রী আনিসুল হকের আগমন উপলক্ষে বেলা ১১টার দিকে কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল ও উপজেলা যুবলীগের সভাপতি এম এ আজিজের সমর্থকরা উপজেলা পরিষদের সামনে মিছিল নিয়ে আসেন।

জুয়েল ও আজিজ আসন্ন কসবা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী।

একপর্যায়ে জুয়েল ও আজিজের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। তবে কী নিয়ে সংঘর্ষের সূত্রপাত, সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কিছুক্ষণ পর সংঘর্ষ থেমে যায়। এরপর বেলা সাড়ে ১১টার দিকে আইনমন্ত্রী উপজেলা পরিষদে আসেন পূর্বনির্ধারিত অনুষ্ঠানে যোগ দিতে।

অনুষ্ঠান চলাকালে আবারও সংঘর্ষে জড়ান জুয়েল-আজিজের সমর্থকরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর পৌনে একটা) থেমে থেমে সংঘর্ষ চলছিল।

কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূইয়া ঢাকা পোস্টকে জানান, এখনো পরিস্থিতি পুরোপুরি স্বভাবিক হয়নি। থেমে থেমে সংঘর্ষ চলছে। পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা করা হচ্ছে।