বিজয়নগরে ভিডি দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে শিক্ষকের ইচ্ছেমতো

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২১

বিজয়নগরে ভিডি দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে ইচ্ছামত।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ভিডি দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে শিক্ষকের মন ইচ্ছেমতো, সরকারের নির্দেশ অমান্য করে স্কুলের অফিস কক্ষ বন্ধ রেখেছেন।যেন দেখার কেউ নেই,

সরেজমিনে বৃহস্পতিবার ৪ মার্চ ২০২১ ইং বেলা ২.৩০ মিনিটে পাহাড়পুর ইউনিয়নের ভিটিদাউদ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে দেখা যায় স্কুলের অফিস বন্ধ, এ বিষয়ে প্রধান শিক্ষক মোঃ হাফিজুল ইসলাম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান আজ স্কুলো যায়নি ও আউলিয়া বাজারে অবস্থান করছেন, স্কুলের অফিস খোলা রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন বৃহস্পতিবার অর্ধ স্কুল তাই বন্ধ রেখেছি।

এলাকার ছাত্র-ছাত্রী এবং অভিভাবক বৃন্দ বলেন করোনাকালীন সময় থেকে এ পর্যন্ত বন্ধ আছে, শুধুমাত্র বই বিতরণের জন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন এরপর আবারো বন্ধ,

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহনাজ পারভীন এর সাথে যোগাযোগ করলে তিনি জানান আমি দেখছি।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেক অভিভাবক জনগণ , সুশীল সমাজ স্কুলের শিক্ষক/শিক্ষিকাদের এহেন কর্মকান্ডের বিরুদ্ধে, সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ যথাযথ বিহিত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন,

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( মুক্তিযোদ্ধার সন্তান ) কেএম ইয়াসির আরাফাত বলেন, সরকারের সিদ্ধান্ত পাঠদান দান বন্ধ কিন্তু অফিস খুলে রাখতে হবে, সরকারের নির্দেশ অবশ্যই সবাইকে মানতে হবে এর ব্যত্যয় ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।