করোনার টিকা দেওয়ার বয়সসীমা আরো কমানো হবে : স্বাস্থ্যমন্ত্রী বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২১ বিজয়নগর নিউজ ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্কুল-কলেজের শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হবে। ভ্যাকসিন দেওয়ার বয়সসীমা আরো কমানো হবে, যদি আরো ভ্যাকসিন আনা সম্ভব হয়। আজ বুধবার (৩ মার্চ) টিকাদান কর্মসূচির ১ মাস পার হওয়ায় সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। মন্ত্রী জানান, বিদেশি নাগরিক, সরকারি কর্মচারী, বিভিন্ন পোর্টে যারা কাজ করেন তাদের ভ্যাকসিন দেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী টিকা পাবেন বিদেশিরা। তিনি বলেন, প্রায় এক মাস ভ্যাকসিন আমরা দিয়েছি, ভ্যাকসিনের কার্যক্রম এক মাস হয়ে গেছে। আর সেটা সফলতার সঙ্গে দেওয়া হয়েছে। এ সফলতার জন্য প্রধানমন্ত্রীকে প্রথমে ধন্যবাদ জানাই। তার নিবিড় তত্ত্বাবধানে আমরা কাজ করেছি। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে মাঠপর্যায়ে যারা আছেন সব কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ জানাই। ভ্যাকসিনের এ প্রোগামে দেশবাসী সন্তুষ্ট। অনেক সুমান পেয়েছি আর আমরা এ সুনামটি ধরে রাখতে চাই। ৩৩ লাখের বেশি যাদের ভ্যাকসিন দেওয়া আছে তাদের প্রত্যেকে সুস্থ আছেন। কোনো জায়গাতে কোনো অঘটন ঘটেনি। Related posts:বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী ২৪ ঘন্টা স্বাস্থ্য সেবা ও অন্তঃবিভাগ সেবা উদ্বোধনকরোনা মোকাবেলা: সারাদেশে আট হাজার বেড প্রস্তুতনাপা সিরাপ বিক্রি বন্ধের নির্দেশ Post Views: ২৯৩ SHARES স্বাস্থ্য বিষয়: করোনাটিকাস্বাস্থ্য