কসবায় জুতা পায়ে শহীদ মিনারে পৌরসভার মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ও যুবলীগ সভাপতি এম এ আজিজ

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২১

বিজয়নগর নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জুতা পায়ে শহীদ মিনারে উঠেছেন উপজেলা যুবলীগ সভাপতি ও আসন্ন কসবা পৌর সভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এম এ আজিজ । এ সময় কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ রাশেদুল কায়সার জীবনও তার পাশে ছিলেন। এ ঘটনায় কসবা সর্বস্থরের মানুষের মধ্যে ত্রীব্র ক্ষোভের সঞ্চার হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, একুশের প্রথম প্রহরে কসবার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের আয়োজন করা হয়। এ সময় এম এ আজিজ জুতা পায়ে শহীদ মিনারে উঠেন। এ ঘটনার উপস্থিত অনেকেই খোভ প্রকাশ করেন ও প্রতিবাদ জানান। তবে তিনি তাতে কর্ণপাত করেন নি। এ ব্যপারে এম এ আজিজ এর সাথে কথা বলার জন্য যোগাযোগ করলে মোবাইল বন্ধ পাওয়া যায় ।