আইপিএল ২০২১ নিলামে মুস্তাফিজের দাম দেখে অবাক গৌতম গম্ভির বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ২:১৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২১ স্পোর্টস ডেস্ক : গতকাল আইপিএলের নিলামে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে ভিত্তি মূল্য ১ কোটি রুপিতে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দল না পাওয়া ক্রিকেটারদের তালিকাটা বেশ লম্বাই, সেই বিবেচনায় আন্তর্জাতিক ব্যস্ততা থাকা মুস্তাফিজুর রহমানের দল পাওয়াটাই বড় হিসেবে দেখছে টাইগার ভক্ত-সমর্থকরা। তবে ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভিরের কাছে মুস্তাফিজের এত কম দাম হওয়াটা অবিশ্বাস্যই মনে হচ্ছে। অল্প দামে বড় সম্পদ পেয়ে গেছে রাজস্থান রয়্যালস, আইপিএলের নিলামে মুস্তাফিজকে ১ কোটি রুপিতে রাজস্থান রয়্যালসে যাওয়ার প্রতিক্রিয়া ঠিক এভাবেই জানিয়েছেন তিনি। স্টার স্পোর্টসে নিলাম নিয়ে বিশ্লেষণে গৌতম গম্ভির বলেন, “মুস্তাফিজের মতো একজনকে এই দামে পেয়ে যাওয়াটা অবিশ্বাস্য। সে কোয়ালিটি পেসার, নতুন বল সুইং করাতে পারে, পুরনো বলে কাটারের পাশাপাশি ডেথ ওভারেও ভালো।” আইপিএলে মুস্তাফিজুর রহমানের পারফর্মেন্স মনে করিয়ে দিয়ে গৌতম বলেন, “আমার মনে আছে, সানরাইজার্স হায়দরাবাদকে সে প্রায় একাই চ্যাম্পিয়ন করিয়েছিল। হ্যাঁ, ডেভিড ওয়ার্নার ও অন্যদের অবদানও ছিল। তবে মুস্তাফিজের কারণেই মূলত শিরোপা জিতেছিল তারা, এবার অল্প দামে দারুণ একজনকে পেয়ে গেছে রাজস্থান।” মুস্তাফিজুর রহমান ছাড়াও এবারের আইপিএলে বাংলাদেশ থেকে দল পেয়েছেন সাকিব আল হাসান, মঈন আলীদের তুলনায় তিনিও নায্য মূল্য পাননি। সাকিবের দাম নিয়ে কথা বলেছেন ভয়েস অব ক্রিকেট খ্যাত হার্শা ভোগলেও। Related posts:নিউজিল্যান্ড সফরের জন্য বাংলাদেশের দল ঘোষণাবিজয়নগরে মুক্তিযুদ্ধা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিতপাকিস্তানের কোচ হওয়ার জন্য কমিটি থেকে সরে দাঁড়ালেন মিসবাহ Post Views: ৩২২ SHARES খেলাধুলা বিষয়: আইপিএল ২০২১নিলামমুস্তাফিজ