বিজয়নগরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২১

বিজয়নগর প্রতিনিধি: বিজয়নগরে অজ্ঞাত এক নারীর(৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহতের পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের ইসলামপুর কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের উত্তর পুর্ব পাশে পিয়ারু ডিপার্টমেন্টের সামনের পুকুরে নারীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ইসলামপুর ফাড়ি পুলিশ এসে লাশ উদ্ধার করে। এব্যাপারে ইসলামপুর পুলিশ ফাড়ির ইনচার্জ কাঞ্জন কূমার সিংহ বলেন,ঘটনাস্থল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে এবং লাশের পরিচয় পাওয়া যায়নি,ধারনা করা হচ্ছে কেউ হত্যা করে লাশ এখানে ফেলে গেছেন। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে এবং তদন্ত শেষে কারণ জানা যাবে।