বাংলাদেশ স্কাউটস বিজয়নগর উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২১

বিজয়নগর নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপস্থিত সদস্যদের কন্ঠভোটে বাংলাদেশ স্কাউট বিজয়নগর উপজেলা শাখার কার্যর্নিবাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কমিটি গঠনকল্পে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার কে.এম.ইয়াসির আরাফাত এর সভাপতিত্বে ও স্কাউট কমিশনার মোশাররফ হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যািমক শিক্ষা অফিসার আব্দুল জলিল, উপজেলা স্কাউট সম্পাদক অধ্যক্ষ ইমরান খাঁন,উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আল-মামুন,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, প্রধান শিক্ষক, মো. আবু ইউসুফ,জিয়াউর রহমান চৌধুরী,আব্দুল করিম, মোহাম্মদ মিছবাহ উদ্দিন, শাহজাহান খান, রেজাউল আমিন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির, নাসির উদ্দিন হাজারী, জিল্লুর রহমান দস্তগীর,প্রমুখ।

সভায় বিজয়নগর উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকগন অংশগ্রহন করেন। আলোচনা শেষে দ্বিতীয় অধিবেশনে শুরু হয়। কমিটি গঠন করার লক্ষ্যে দ্বিতীয় অধিবেশনে উপস্থিত শিক্ষকদের কন্ঠভোটে ৩ বছরের জন্য নতুন উপজেলা স্কাউট কমিটি গঠন করা হয়। সরকারি নীতিমালা অনুযায়ী সভায় পদাধিকার বলে কমিটর সভাপতি হন উপজেলা র্নিবাহী অফিসার কে.এম.ইয়াসির আরাফাত। এরপর সকল প্রতিষ্ঠানের প্রধানগন ও সহকারী শিক্ষকগনের কন্ঠভোটে বিনা প্রতিদ্বদ্বিতায় তৃতীয়বারের মতো সাধারন সম্পাদক নির্বাচিত হন ইসলামপুর কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ইমরান খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন খুদে হাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ আসমা খাতুন, কোষাধ্যক্ষ নির্বাচিত হন মহেশপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মিছবাহ উদ্দিন,স্কাউট লিডার নির্বাচিত হন শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক আশেকুর রহমান আশিক।