যারা নির্বাচন আচরণ বিধি লঙ্গন করবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে :: জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২১ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, সাধারণ ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে নির্বাচন উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, ২৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন, পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোঃ জিল্লুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম প্রমুখ। সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রুহুল আমীন। সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন বলেন, আসন্ন পৌর নির্বাচনে নির্বাচন কমিশন থেকে যে আচরণ বিধির নির্দেশনা রয়েছে, তা সবাইকে মেনে চলতে হবে। যারা নির্বাচন আচরণ বিধি লঙ্গন করবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন পেশি শক্তি ও কালো টাকার অপব্যবহার করা হলে আইন-শৃঙ্খলা বাহিনী তা কঠোর হস্তে দমন করবে। পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বলেন, একজন মহিলাকে যদি প্রশ্ন করি আপনি আপনার ছেলের জন্য কোন ধরণের পাত্রী চান? তিনি বলবেন ভাল একজন পাত্রী। চাই, যার শিক্ষা আছে, ভদ্রতা জানে পরিবারের সাথে মিলেমিশে চলতে পারে। আরেকজন পুরুষকে জিজ্ঞাসা করলে আপনি মেয়ের জন্য কোন ধরণের পাত্র চান, তাহলে আপনি বলবেন একজন ভদ্র, খারাপ পথে চলে না, যে আপনার মেয়েকে কোন ধরনের কষ্ট দিবে না। আজকে যারা এখানে বসে আছেন এখানে সবাই আজকে পাত্র আর পাত্রী। আপনারা নিজেদের জিজ্ঞাসা করেছেন আপনারা পাত্র এবং পাত্রী হিসেবে কতটা যোগ্য। আগামী ২৮ তারিখ পর্যন্ত আপনারা আচরণ বিধি মেনে চলবেন। লোভ লালসা, ক্ষমতা, দাপট দিয়ে কোন ভোটারকে আকৃষ্ট করতে পারবেন না। যেখানে আপনারা আচরণ বিধি ভোটারদের শিখানোর কথা সেখানে আপনাকে শিখাতে হবে কেন। নির্বাচন কমিশন একটি প্রতিষ্ঠান। নির্বাচন কমিশন থেকে যে আচরণ বিধি দেয়া হয়েছে তা মেনে চলবেন। কোন পেশি শক্তি দিয়ে ভোট দেয়া চলবে না। যারা নির্বাচন আচরণ বিধি মেনে চলবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। একই স্থানে একাধিক প্রার্থী একসাথে পথসভা করতে পারবে না। Related posts:কি কারনে শহীদনুরহোসেনকে ভুলে গেছি ?বিজয়নগর উপজেলার সাবেক ইউ এন ও ইয়াছির আরাফাত সহ বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পাচ্ছেন যারাসাবেক আইজিপি এ ওয়াই বি আই সিদ্দিকী আর নেই Post Views: ৪০৪ SHARES আইন-আদালত বিষয়: