চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সাবেক ডিজি আব্দুর রহমান আর নেই, দাফন সম্পন্ন বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২১ তথ্য মন্ত্রনালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) এবং গণযোগাযোগ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবদুর রহমান আর নেই। শুক্রবার দিবাগত রাত আড়াইটায় ঢাকার সোহরাওয়ার্দি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে… রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৮বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক পুত্র সন্তান ছাড়াও অসংখ্য আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ আছর জেলার নবীনগরের বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামের স্থানীয় ঈদগাহ মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে জেলা তথ্য অফিসার আসাদুজ্জামান কাউসার, বড়াইল ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক বাবুল, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আরজু, মরুহমের পরিবারের সদস্য ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। জানাযা শেষে তার নিজের প্রতিষ্ঠিত রহমানীয়া জামে মসজিদ সংলগ্ন স্থানে তাকে দাফন করা হয়। এরআগে সকাল ১০ টায় তার প্রথম নামাজে জানাযা ঢাকায় তার বাসস্থান মোহাম্মদপুরের তিতাস সিম্ফনীতে অনুষ্ঠিত হয়। আবদুর রহমান ছিলেন একজন সৎ, আদর্শ ও নীতিবান সরকারী কর্মকর্তা। তার পিতা আবদুর রউফ পূর্ব পাকিস্তান সরকারের ডাইরেক্টর অব ফিজিক্যাল এডুকেশন ছিলেন। আবদুর রহমান ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের প্রয়াত সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক, জনমানুষের নেতা হিসেবে পরিচিত এডভোকেট লুৎফুল হাই সাচ্চুর ভগ্নিপতি। তার একমাত্র ছেলে আশফাক বীন রহমান গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক। মরহুম আবদুর রহমান ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামির মামা ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজনের কাকা। Related posts:৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যাবসায়ী আটক!শাজাহান আল মাহমুদ এর মৃত্যুতে মৃণাল চৌধুরী লিটনের শোক প্রকাশবর্ণিল সাজে পালিত হচ্ছে বই উৎসব Post Views: ২৮৬ SHARES আন্তর্জাতিক বিষয়: