নেতাজি সুভাষ বসুর গুপ্তচর হিসেবেও কাজ করেছেন আলী তাহের মজুমদার আর নেই বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২১ ২৩ জানুয়ারি সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চানপুর গ্রামের নিজ বাড়িতে বার্ধ্যক্যজনিত কারণে প্রয়াত হলেন ভাষাসৈনিক আলী তাহের মজুমদার | বয়স হয়েছিল ১০৬ বছর | নেতাজি সুভাষ বসুর গুপ্তচর হিসেবেও কাজ করেছেন আলী তাহের মজুমদার । বাহান্নর ভাষা আন্দোলনেও সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন আলী তাহের মজুমদার | আলী তাহের মজুমদার ১৯১৭ সালে ১২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। বাবার নাম চারু মজুমদার ও মা সাবানী বিবি | চাঁদপুর প্রাথমিক বিদ্যালয়ের পর কুমিল্লা জেলা স্কুলে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন আলী তাহের মজুমদার | ছাত্রাবস্থায় তিনি জড়িয়ে পড়েন স্বাধীনতা সংগ্রামে | যুক্ত হন কংগ্রেসে | পাশাপাশি নেতাজির সঙ্গেও পরিচয় হয় আলী তাহের মজুমদারের | আলী তাহের মজুমদার কুমিল্লা ও ফেনীতে গোপনে বিলি করতেন সুভাষ বসুর লিফলেট | ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয় অংশ নেন | আরো পড়ুন: রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে বাংলায় প্রথম শুরু হয়েছিল জগদ্ধাত্রী পুজোদেশ ভাগের আগে আগে ১৯৪৬ সালে নোয়াখালীতে সাম্প্রদায়িক দাঙ্গা হলে কুমিল্লায় সাম্প্রদায়িক দাঙ্গাবিরোধী কমিটি গঠন করেন আলী তাহের মজুমদার । এই সময়েই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে পরিচয় হয় আলী তাহের মজুমদারের | হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শরৎ বোসের পরিকল্পিত বাংলা ভাষাভাষি এলাকা নিয়ে স্বাধীন সরকার গঠনের জন্য কাজও করেছেন আলী তাহের | বাংলা ভাগের পর ভাষা আন্দোলনেও সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন আলী তাহের মজুমদার | ভাষা আন্দোলনের লিফলেট-পোস্টার লিখে বিলি করতেন তিনি | কুমিল্লা পৌরসভার সাবেক চেয়ারম্যান ও বিপ্লবী অতিন্দ্র মোহন রায়ের সঙ্গে যোগাযোগ রেখে চালাতেন আন্দোলন | বাহান্নর একুশে ফেব্রুয়ারি ঢাকায় মিছিলে গুলি চললে বিক্ষোভে ফেটে পড়ে কুমিল্লার মানুষ | আলী তাহের মজুমদার মিছিল করার সময় কুমিল্লা শহরের রাজগঞ্জে গ্রেপ্তার হন | আলী তাহের মজুমদারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে | Related posts:যে ভাষণ এক অমর কাব্যআজ মুক্তিযোদ্ধা মরহুম কুতুবউদ্দিন চৌধুরী সেলিম চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীবিজয়নগরে ধর্ষিতা বাক প্রতিবন্ধী কিশোরীর ছেলে সন্তান প্রসব Post Views: ৩৬৪ SHARES আন্তর্জাতিক বিষয়: