বিজয়নগরে সেচ পাম্পের ২টি ট্রান্সমিটার চুরি, থানায় মামলা

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২১

বিজয়নগর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নে হাজার বিঘা জমিতে পানি সরবারাহের একমাত্র সেচ পাম্প (গভীর নলকূপ) এ সংযুক্ত পল্লী বিদ্যুৎ এর ২টি ট্রান্সমিটার রাতের আধারে চুরির ঘটনা ঘটেছে।

গত বুধবার দিবাগত রাতে উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সেচ পাম্পটি বর্তমানে বিদ্যুৎহীন হওয়ায় প্রায় হাজার বিঘা জমিতে ধান ও মৌসুমি সবজি চাষীরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন৷

এলাকাবাসী জানান,গত বুধবার দিবাগত রাতে চোরেরা পাইকপাড়া গ্রামের মৃত ইসহাক মিয়া মাষ্টারের ছেলে কাউছার আহম্মেদ এর বাড়ি থেকে ডিপ টিউবওয়েলে দেওয়া পল্লী বিদ্যুৎ এর ১০ কেভির দুইটি ট্রান্সমিটার চুরি করে নিয়ে গেছে। ট্রান্সমিটার চুরির ঘটনায় সেচ পাম্পটি বিদ্যুৎ সংযোগহীন হয়ে পড়েছে।

পাইকপাড়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মোজাম্মেল বলেন,চুরির ঘটনায় ডিপ মালিকের প্রায় এক লক্ষেরও বেশী টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ৷ ডিপ টিউবওয়েলে মালিক কাউছার আহম্মেদ বাদি হয়ে এ ব্যাপারে বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।

এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,ডিপ টিউবওয়েলে দেওয়া পল্লী বিদ্যুৎ এর ১০ কেভির দুইটি ট্রান্সমিটার চুরির ঘটনায় থানায় একটি মামলা রুজু হয়েছে। ট্রান্সমিটার ২টি উদ্ধার ও চুরির সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছেন বলে জানান তিনি।

যাতে অতি দ্রুত সেচ পাম্প চালু হয়, সেজন্য বৈদ্যুতিক সংযোগ স্থাপনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী৷