বিজয়নগরে যুবলীগ নেতার নেতৃত্বে বালু ওখনিজ সম্পদ উওোলন

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২১

মো শাহীন। আলম। বিজয়নগরে যুবলীগ নেতার নেতৃত্বে বালু ওখনিজ সম্পদ উওোলন ।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার,হরষপুর ইউনিয়নের, সুনামুড়া গ্রামের সন্তান জুনাইদ মিয়া, উপজেলা যুবলীগ নেতার নেতৃত্বে ,নিদারাবাদ গ্রামের নুর ইসলাম মাষ্টার,মাষ্টারের ছেলে লিটন মিয়া,সিরাজ মিয়া,সহ আরো কয়েক জন মিলে এ কাজ বহু দিন যাবৎ করে আসছে।
খনিজ সম্পদ রাষ্ট্রিয় সম্পদ , ছোট আয়তনের এই বাংলাশে এখানে এখানে খনিজ সম্পদের পরিমাণ অনেক কম, তাই এর সঠিক ব্যবহার করা একান্ত প্রয়োজন। দেশে আইনে থাকলেও সরকারের চোখ ফাকি দিয়ে, দেশের মূল্যবান সম্পদ বিক্রি করছে রসাতলে ডুবাচ্ছে দেশকে .রাজস্ব আয়থেকে বঞ্ছিত হচ্ছে সরকার ।
খোজ নিয়ে জানা যায়, এলাকায় গুঞ্জন আছে বিভিন্ন সরকারী জায়গা, ও গরীব, অসহায়, নিরীহ মানুষের জমি খুবই কম মূলে অথবা এক প্রকার জোরপূর্বক জবরদখল করে এ থেকে বালি,ও মহা মূল্যবান চীনা মাটি,বিক্রি করে ট্রাক যোগে পাচার করছে।
বর্তমান আওয়ামী সরকার ক্ষমতায়, ও যুবলীগের অঙ্গ সংগঠন লোকের ছত্রছায়ায় এহেন কাজে কেহ প্রকাশ্যে আসছেনা প্রতিবাদ ও করতে চাচ্ছেনা, সরকারের লেকের নাম ব্যবহার করে এলাকাকে লুটেপুটে খাচ্ছে । কারন হিসেবে জানাযায়,প্রশাসনকে ম্যানেজ করে বিভিন্ন ধরনে মামলা দিয়ে হয়রানি ভয়ে।
নুর ইসলাম মাষ্টারের ও তার ছেলের বিরুদ্ধে —— উপজেলা ভুমি অফিস,থানাতে দরখাস্ত করা হয়েছে, মহিলা নিরীহ হওয়াতে এলাকার চাপের কারণে তাকে নতি স্বিকারে বাধ্য করা হয়েছে ।
এ বিষয়ে দাড়িয়াপুরের দানা মিয়ার ছেলে মাসুম জানায়, এই চীনা মাটি অতিমূল্যবান , নিদারাবাদ গ্রামের পূর্ব দিকের সরকারি খালের পাশের ভুমি থেকে প্রতিনিয়ত বালি ও মহামূল্যবান চীনা মাটি উত্তোলন করে ট্রক যোগে পাচার করছে ভোরে ও সন্ধারপর,
জানাযায়, বিভিন্ন কোম্পানিতে এ মাটি ও বালি বিক্রি করে মেটা অংকের টাকা কামাচ্ছে। এ মাটি দিয়ে দামী টাই্লস, সিরামিকের আসবাবপত্র তৈরী হয়। বলি দিয়ে তৈরী করা হয় কাচ , ও কাচের তৈরী জিনিসপত্র ।
মাটি উত্তোলকারী শ্রমিকের সাথে কথা বলে জানা যায়, এ সব মাটি অনেক দামী শুনেছি, পুকুর কাটার নামে তা অতিমূলে বিক্রি করছে বিভিন্ন কো; কাছে ।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভুমি মো: মাহবুবুর রহমান জানান এ ব্যাপারে দেখে ব্যাবস্তা গ্রহন করা হবে