সরাইলে বিজয়নগর এর মাদক ব্যাবসায়ী আটক বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৯, ২০২১ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় মাদকের বড় চালান আটক করেছে র্যাব ১৪, সিপিসি ৩ ভৈরব ক্যাম্পের সদস্যরা। গোপন সংবাদেও ভিত্তিতে ,জানতে পেরে নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালিয়ে জেলার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের মির্জাপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে খোকন মিয়া (২৭) কে আটক করে । ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রাফিউদ্দীন জোবায়েরের নেতৃত্বে এক আভিযানিক দল অভিযান পরিচালনা করে । বৃহস্পতিবার ৭ জানুয়ারী ২০২১ ইং রাত ৯.৫ মিনিটে উপজেলার রাজাবাড়িয়া কান্দি এলাকার জনৈক হাজী আরজু মিয়ার বাড়ির সামনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় । এ সময় তার হেফাজতে হতে ২৪৮ বোতল ফেন্সিাডল ও ২৩৭ বোতল স্কফ বোতল ও মাদক বিক্রির নগদ ৬,৬০০/= টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয় জব্দকৃত আলামতের বাজার মূল্য ৯,৭৬,৬০০/= টাকা । ধৃত আসামীর বিরুদ্ধে সরাইল থানায় মামলা দায়ের করা হযেছে সে দীর্ঘ দিন যাবত সি এন জি চালানোর আড়ালে মাদক ব্যাবসা করে আসছিল এবং সে বিভিন্ন স্হানে নিজেকে বিজয়নগর থানার বিভিন্ন অফিসারের ব্যাক্তিগত চালক হিসাবে পরিচয় দিত Related posts:জানাজায় লাখো মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসন কি দায় এড়াতে পারে?করোনায় মৃত ও আক্রান্তদের জন্য বাতিঘরের উদ্যোগে দোয়া মাহফিলবিজয়নগরে কর্মহীন ৯০টি পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের খাদ্য সামগ্রী বিতরন Post Views: ৩১৩ SHARES আইন-আদালত বিষয়: