বিজয়নগরে পুলিশের কাছ থেকে সাজাপ্রাপ্ত আসামী ছিনতাই

প্রকাশিত: ২:০৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নারী- শিশু আদালতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী পলাশকে গ্রেফতারের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে শীর্ষ সন্ত্রাসী ফয়সাল।

শনিবার সন্ধ্যায় উপজেলার চান্দুরা ইউপির আমতলী বাজারে এ ঘটনা ঘটে। পুলিশের কাছ থেকে ছিনতাই হওয়া পলাশ আব্দুল্লাহপুর গ্রামের হোসেন আহমেদ এর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, নারী-শিশু আদালতে সাজা প্রাপ্ত আসামি পলাশকে বিজয়নগর থানার এসআই গোলাম জিলানী আমতলী উত্তর বাজার রায় মার্কেটের সামনেথেকে গ্রেফতার করে। গ্রেফতারের পর ওই আসামীকে শার্টের কলার ধরে থানায় নেয়ার পথে তার ছোটভাই উপজেলার শীর্ষ সন্ত্রাসী ফয়সাল পুলিশের সাথে ধস্তাধস্তি করে টেনে-হিঁচড়ে তার বড় ভাই পলাশকে ছিনিয়ে নিয়ে যায়।

এ ব্যাপারে বিজয়নগর থানার এসআই গোলাম জিলানী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমি পলাশকে আটক করে শার্টের কলারের ধরে সিএনজিতে উঠানোর সময় তার ছোট ভাই ফয়সাল আমার সাথে ধস্তাধস্তি শুরু করে এ সময় পরনের জামা ছিড়ে আটককৃত আসামি পলাশ দৌড়ে পালিয়ে জান বলে জানান তিনি। পরবর্তীতে থানা থেকে একাধিক পুলিশ এসে আমতলী বাজার এলাকায় অভিযান চালিয়েও পলাশকে আটক করতে পারেনি।

উল্লেখ্য ছিনতাই হওয়া আসামি পলাশের ছোট ভাই শীর্ষ সন্ত্রাসী ফয়সালের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক,নারী নির্যাতন,গুম এবং হত্যাসহ ৩০ টির বেশী মামলা রয়েছেন।