বিজয়নগরে ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন সম্মেলন ২০২০ ইং অনুষ্ঠিত:সভাপতি মৃণাল চৌধুরী লিটন ও সাধারণ সম্পাদক প্রসেনজিৎ সরকার

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০

বিজয়নগর নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন সম্মেলন ২০২০ অনুষ্ঠিত। আজ শনিবার সকাল ১১টায় মির্জাপুর চৌধুরী বাড়ি শ্রী শ্রী রাধা গোবিন্দ আশ্রম প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কার্তিক চৌধুরীর সঞ্চালনায় ডাক্তার মতিলাল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন বিজয়নগর উপজেলা শাখার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযুদ্ধা কাঞ্চন কুমার পাল, প্রধান অতিথির বক্তব্যে তিনি অসাম্প্রদায়িক চেতনা নিয়ে যুদ্ধ করেছি আমরা সেই অসাম্প্রদায়িক দেশ দেখতে চাই আজকে বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দির ভাঙচুর শ্মশান ঘাট দখল হিন্দু বাড়ি দখল বিভিন্ন ধরনের অত্যাচার ও নির্যাতন চলছে সেই অত্যাচার হাত থেকে রেহাই পেতে সাড়া বিশ্বব্যাপী ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন সৃস্টি হয়েছে তিনি সকল কে ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশনের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পুলিশ কর্মকর্তা সুভাষ চন্দ্র সাহা, বিজয়নগর উপজেলা ভাইস-চেয়ারম্যান সাবিত্রী রানী সাথী, এ্যাডভোকেট সুধীর ঘোষ, ওয়ার্ড হিন্দু ফেডারেশনের কেন্দ্রীয় নেতা এডভোকেট রাকেশ সরকার, এডভোকেট মিন্টু মল্লিক, প্রেসক্লাবের সভাপতি মৃণাল চৌধুরী লিটন, এছাড়াও বক্তব্য রাখেন বাবু অশোক রায় চৌধুরী, বাবু অতীন্দ্র আচার্য্য, অশোক কুমার ভৌমিক, সুকুমার পাল, প্রসেনজিৎ সরকার, কৃপা শঙ্কর চৌধুরী, লিটন দেব, কমল ঋষি, রঞ্জিত মল্লিক, রতন রায় প্রমূখ।

পরবর্তীতে সকলের সর্ব সম্মতিক্রমে সাবেক ছাত্রনেতা চৌধুরী লিটন কে সভাপতি ও প্রসেনজিৎ সরকারকে সাধারণ সম্পাদক, পিন্টু মালাকার যুগ্মসাধারণ সম্পাদক ও রতন কুমার রায় সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন বিজয়নগর উপজেলা শাখা কমিটি ঘোষণা করা হয়।