বিজয়নগরে ছিন্নমূল ও অসহায় শীতার্থদের মধ্যে কম্বল বিতরন বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২০ বিজয়নগরে তীব্র শীত ও শৈত্য প্রবাহে কষ্ট করা ছিন্নমূল ও অসহায় শীতার্থদের মধ্যে কম্বল বিতরন করছেন উপজেলা নির্বাহী অফিসার কে,এম,ইয়াসির আরাফাত । তিনি সোমবার রাত ৮টায় উপজেলার সাতবর্গ বেদে পল্লীতে শিতার্থদের মাঝে কম্বল বিতরন করেন ।পরে তিনি একই ইউনিয়নের ইসলামপুর গ্রামের অসহায় গরীবদের মধ্যে কম্বল বিতরণ করেন ।তীব্র শীতের মধ্যে কম্বল পেয়ে শীতার্থরা ইউএনওর জন্য দোয়া করেন ।এসময় সহকারী কমিশনার ভ’মি মাহবুবুর রহমান,প্রকল্প কর্মকর্তা শাহিনুর জাহান উপস্থিত ছিলেন ।এব্যাপারে উপজেলা নিবর্কাহী কর্মকর্তা কে,এম ,ইয়াসির আরাফাত বলেন ,শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় দুস্থ ছিন্নমূল মানুষরা কষ্ট পাচ্ছে । তাই দিনের বেলা দাপ্তরিক কার্য শেষে রাতের বেলা প্রধানমন্ত্রীর ত্রান থেকে আসা কম্বল নিয়ে বেদে পল্লীসহ অসহায় দুস্থদের কাছে ছুটে যান ও তাদের মধ্যে কম্বল বিতরন করেন এবং ২/১ দিনের মধ্যে উপজেলার প্রায় সব ইউনিয়নে কম্বল বিতরন করা হবে । Related posts:টঙ্গীতে প্লাস্টিকের গোডাউনে আগুনদেশে করোনায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ালমুক্তিযুদ্ধে বিজয়নগর Post Views: ৫৭০ SHARES জাতীয় বিষয়: