কুষ্টিয়া বাঘা যতীনের ভাস্কর্য ভাংচুর

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২০

কুষ্টিয়া কুমারখালীর কয়া মহাবিদ্যালয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা বাঘা যতীনের ভাস্কর্য ভাংচুর করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, গত রাতের কোন এক সময় ভাস্কর্যটি ভাংচুর করে দুর্বৃত্তরা।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে স্থানীয় প্রশাসন। তবে কারা এ হামলা চালিয়েছে তার কোন কুলকিনারা এখনও মেলেনি।

এদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে জেলা শহরে প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো। এসময় বক্তারা বলেন, বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার সাথে জড়িতের শাস্তির দাবি জানান।