কুষ্টিয়ায় এবার বিপ্লবী বাঘা যতিনের ভাস্কর্য ভাঙচুর বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২০ দেশ রাজশাহীএবার কুষ্টিয়ায় বাঘা যতিনের ভাস্কর্য ভাংচুরকুষ্টিয়া সংবাদদাতা ১৮ ডিসেম্বর ২০২০, ১৫:১৯, আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০, ১৫:৫২এবার কুষ্টিয়ায় বাঘা যতিনের ভাস্কর্য ভাংচুর – নয়া দিগন্তকুষ্টিয়ার কয়া মহাবিদ্যালয়ের সামনে নির্মিত বৃটিশবিরোধী আন্দোলনের অগ্রনায়ক বিপ্লবী বীর বাঘা যতীনের ভাস্কর্য রাতের আঁধারে ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। কুষ্টিয়াতে গত ৫ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার পর এবার কুমারখালীতে বাঘা যতীনের ভাস্কর্য ভেঙে দিলো দুর্বৃত্তরা। বিজয়নগর নিউজ।। শুক্রবার সকালে স্থানীয়রা বাঘা যতীনের ভাস্কর্য ভাঙা দেখে প্রশাসনকে অবহিত করলে তারা ঘটনাস্থলে গিয়ে সত্যতা পান। উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খান জানান, বিপ্লবী বীর বাঘা যতীনের মুখ ও নাকের একাংশ ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। কুষ্টিয়াতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার পর আমরা প্রশাসনিকভাবে যেভাবে দুর্বৃত্তদের আটক করেছি এ ঘটনাতেও খুব দ্রুত দোষীদের খুঁজে বের করা হবে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, বেলা ১১টার দিকে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছেছি। ইতোমধ্যে গোয়েন্দা সংস্থাসহ প্রশাসনের বিভিন্ন দফতর কাজে লাগানো হয়েছে। খুব দ্রুত দোষীদের আটক করে আইনের আওতায় আনা হবে। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিলেন একজন ব্রিটিশবিরোধী বিপ্লবী নেতা। তিনি ‘বাঘা যতীন’ নামেই সকলের কাছে সমধিক পরিচিত। ভারতে ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। স্থানীয়রা জানান, বাংলাদেশস্থ ভারতীয় দুতাবাসের দেয়া এই ভাস্কর্যটি কলেজের সম্মুখে স্থাপন করা হয়েছিল। Related posts:জেল হত্যা দিবস আজবিজয়নগরে সরকারি জমি দখল করে অবৈধভাবে দোকান নির্মাণবিজয়নগরে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ পালিত Post Views: ২৫০ SHARES আন্তর্জাতিক বিষয়: