শাহ আলম সরকার আর নেই

প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২০

মুখলেছুর রহমান অভি:- ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম সরকার আর নেই। তার মৃত্যুতে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে গভীর শোক জানিয়েছেন। সদাহাসোজ্বল ছিলেন তিনি।রাজনীতির মাঠে ছিলেন পরিচন্ন রাজনীতিবিদ হিসেবে। আমাদের দীর্ঘদিনের প্রিয় নেতা ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক,সাবেক ছাত্রনেতা,মুজিব সেনা সংগঠনের প্রতিষ্ঠাতা আহবায়ক শাহ আলম সরকার। আজ সোমবার ভোরে তিনি ইন্তেকাল করেছেন। দীর্ঘদিন ধরেই তিনি জটিল শারিরীক অসুস্থতায় ভুগছিলেন। সদাচারী ও দলের অত্যন্ত পরিক্ষীত-ত্যাগী এই নেতার অকাল মৃত্যুতে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। নেতৃবৃন্দ এক বিবৃতিতে এ শোক জানান। এসময় নেতৃবৃন্দ প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতিও গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ বলেন,শাহআলম সরকার ছিলেন আওয়ামী রাজনীতির অত্যন্ত নিবেদিতপ্রাণ সংগঠক। ছাত্রজীবন থেকেই মুজিব আদর্শের সক্রিয় সৈনিক হিসাবে মাঠে-ময়দানে লড়াই করেছেন। আমৃত্যু তিনি আওয়ামীলীগের নেতা ও সংগঠক হিসাবে অসামান্য অবদান রেখেছেন। শাহআলম সরকারের মৃত্যুতে দল একজন ত্যাগী ও পরিক্ষীত নেতাকে হারালো। অত্যন্ত কর্মীবান্ধব এই নেতার মৃত্যুতে আমাদের অপূরণীয় ক্ষতি হলো।