,সাবেক ছাএনেতা শাহআলম সরকারের মৃত্যুতে মৃমাল চোধুরী লিটনের শোক প্রকাশ বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১০:৫২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২০ ব্রাহ্মণবাড়িয়া –জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক ও সাবেক ছাএনেতা সম্পাদক শাহআলম সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাএলীগের সাবেক সভাপতি ও সাপ্তাহিক তিতাস বানী পএিকার সম্পাদক মৃনাল চৌধুরী লিটন এক বিবৃতিতে এ শোক জানান। প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতিও গভীর সমবেদনা জানান। শোক বার্তায় তিনি বলেন,শাহআলম সরকার ছিলেন আওয়ামী রাজনীতির অত্যন্ত নিবেদিতপ্রাণ সংগঠক। ছাত্রজীবন থেকেই মুজিব আদর্শের সক্রিয় সৈনিক হিসাবে মাঠে-ময়দানে লড়াই করেছেন। আমৃত্যু তিনি আওয়ামীলীগের নেতা ও সংগঠক হিসাবে অসামান্য অবদান রেখেছেন। । Related posts:কমরেড হায়দার আকবর খান রনো করোনায় আক্রান্তডিজেল-কেরোসিনের দাম লিটারে বাড়লো ১৫ টাকাবিজয়নগরে শিক্ষকদ্বয় মৃত্যুতে মৃনাল চৌধুরী লিটনের শোক প্রকাশ Post Views: ২৬৮ SHARES জাতীয় বিষয়: