আখাউড়া-আগরত ল রাস্তার নকশা পরিবর্তনের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-আগরতলা প্রস্তাবিত ফোরলেন সড়কের আখাউড়া অংশে নকশা কিছুটা পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। 
সোমবার সকালে আখাউড়া-আগরতলার সড়কের গাজির বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আকসির এম চৌধুরী, শামসুল ইসলাম, কুদ্দুস চৌধুরী প্রমুখ। 
বক্তারা বলেন, প্রস্তাবিত সড়কটি মোগড়া ইউনিয়নের তুলাবাড়ী থেকে সোজা না নিয়ে আকাবাকা করে নেওয়া হয়েছে। বর্তমান নকশা অনুযায়ী সড়কের কাজ করা হলে দক্ষিণ ইউনিয়নের তিনটি মসজিদ, তিনটি মার্কেট, সাতটি কবরস্থান ও তিনটি ঈদগাহ চারলেন সড়কে বিলীন হয়ে যাবে। ক্ষতিগ্রস্থ হবে দক্ষিণ ইউনিয়নের বঙ্গের চর, সাতপাড়া, দ্বিজয়পুর, আনন্দপুর, রহিমপুর, বীরচন্দ্রপুর, সাহেবনগর আংশিক গ্রামের কয়েক হাজার মানুষ। তারা দাবি করেন সামন্য পিছিয়ে নিয়ে নকশাটি পরিবর্তন করা হলে সরকারের কোটি কোটি টাকা সাশ্রয় হবে। বেঁচে যাবে কয়েক হাজার জনগনের মার্কেটসহ ধর্মীয় স্থাপনা। &M